ঢাকা সিটি নির্বাচন: মনোনয়নপত্র যাচাই-বাছাই চলছে

ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনে মেয়র, কাউন্সিলর ও সংরক্ষিত নারী কাউন্সিলর পদের প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাই কার্যক্রম শুরু হয়েছে। এবার দুই সিটিতে সব মিলিয়ে মোট ১ হাজার ৩৯ জন প্রার্থীর মনোনয়নপত্র জমা পড়েছে।
দক্ষিণ সিটির মনোনয়নপত্র যাচাই-বাছাই চলছে গোপীবাগে রির্টানিং কর্মকর্তার অস্থায়ী কার্যালয়ে। আর উত্তর সিটির মনোনয়নপত্র যাচাই-বাছাই চলছে আগারগাঁয়ে জাতীয় স্থানীয় সরকার ইন্সটিটিউট মিলনায়তনে।
উত্তর সিটিতে মেয়র পদে সাতজনসহ ৪শ' ৭০ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন। দক্ষিণ সিটিতে মেয়র পদে সাত জনসহ ৫শ' ৬৯ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন।
উত্তর সিটির আওয়ামী লীগের মেয়র প্রার্থী আতিকুল ইসলাম ও বিএনপির মেয়র প্রার্থী তাবিথ আওয়ালের মনোনয়নপত্র বৈধ করেছে রির্টানিং কর্মকর্তা। তবে জাতীয় পার্টির জি এম কামরুল ইসলামের মনোনয়ন বাতিল করা হয়েছে।
তবে বিএনপির মেয়র প্রার্থী তাবিথ আওয়াল অভিযোগ করেন, তার মনোনয়ন বাতিলের চেষ্টা হয়েছিলো।