ঢাকা শুক্রবার, ৪ঠা জুলাই ২০২৫, ২১শে আষাঢ় ১৪৩২


পুরোনো কাজ পুরাতন বছরে শেষ করে নতুন বছর শুরু করেছেন প্রধানমন্ত্রী


২ জানুয়ারী ২০২০ ০৩:০৮

নতুন বছর ২০২০-এ নিজের ফেসবুক পেজে একটি স্ট্যাটাস দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপপ্রেস সচিব আশরাফুল ইসলাম খোকন। আজ বুধবার (১ জানুয়ারি) দুপুরে তিনি এ স্ট্যাটাস দেন। তার স্ট্যাটাসটি পাঠকদের জন্য হুবহু তুলে ধরা হল-

নতুন বছরে সবকিছু নতুন করেই শুরু করতে হয়। নতুন নতুন স্বপ্ন দেখতে হয়। স্বপ্ন দেখায় কোনো ভুল নাই, তবে ভুল স্বপ্ন দেখাটা অন্যায়। শুধু শুধু ভোগান্তি বাড়ায়। তাই শুধু স্বপ্ন না দেখে সঠিক সময়ের মধ্যে সঠিক কাজ করে যাওয়াটাই উত্তম। তাহলে স্বপ্ন নিজেই এসে ধরা দিবে।

আজকের কাজ কালকের জন্য জমিয়ে রাখা আমাদের অনেকেরই একটা বদ অভ্যাস। যারা সঠিক সময়ে সঠিক কাজটি করেছেন তারাই এগিয়েছেন বহুদূর। যার হাতে, যার নেতৃত্বে এই দেশ তিনি কিন্তু সবার থেকে ব্যতিক্রম। মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা, যার কাজ করার দক্ষতা সর্বজনবিদিত। তিনি নিজে দিনের কাজ কখনো পরেরদিনের জন্য জমিয়ে রাখেন না।

সহকর্মীদের কাছ থেকে আজ সকালে আরেকটি সংবাদ শুনলাম। ২০১৯ সালের শেষ দিনে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে বিভিন্ন মন্ত্রণালয়ের ৮ বাক্স ফাইল ছিল মতামত/অনুমোদনের অপেক্ষায়। তিনি একটি ফাইলও ২০২০ সালের জন্য জমিয়ে রাখেননি। সবগুলো ফাইল সুচারুভাবে যাচাই বাছাই করে দেখে গতকালের মধ্যেই শেষ করেছেন। পুরোনো কাজ পুরাতন বছরে শেষ করে নতুন বছর নব উদ্যমে শুরু করেছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আসুন আমরাও নব উদ্যমে মুজিব জন্মশতবার্ষিকীর বছর ২০২০ শুরু করি। সবাইকে নতুন বছরের শুভেচ্ছা…