ভিপি নুরের অভিযোগে যা বললেন ঢামেক পরিচালক

পুরোপুরি সেরে ওঠার আগেই ভিপি নুরকে ছেড়ে দেয়া হয়েছে বলে অভিযোগ করেছেন নিজেই। তিনি বলেন, ‘হাসপাতাল কর্তৃপক্ষ কি বাঁচাতে চেয়েছে না মারতে চেয়েছে, তা নিয়ে সন্দিহান। কারণ তার শারীরিক অবস্থার উন্নতি না হয়ে অবনতি হচ্ছে।’ নুরের এমন অভিযোগের প্রেক্ষিতে মুখ খুলেছেন ঢাকা মেডিকেল কলেজের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম নাসির উদ্দিন। তিনি নুরের কথাবার্তা দুঃখজনক এবং অকৃতজ্ঞতার পরিচায়ক বলে মন্তব্য করে বলেন, ‘নুরের এধরনের কথাবার্তা দুঃখজনক এবং অকৃতজ্ঞতার পরিচায়ক। নুরের অভিযোগ ভিত্তিহীন। শারীরিক সুস্থতা আছে দেখেই তাকে ছাড়া হয়েছে।’
গ্রেফতারের উদ্দেশ্যে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল থেকে তড়িঘড়ি করে ছাড়পত্র দেয়া হয়েছে বলে অভিযোগ করেছেন ডাকসু ভিপি নূরুল হক নূর। তার অভিযোগ, সুস্থ হওয়ার আগেই হাসপাতাল থেকে তাকে ছাড়পত্র দেয়া হয়েছে। গতকাল দুপুর ১২টার দিকে নুরকে হাসপাতাল কর্তৃপক্ষ ছাড়পত্র দেয়। হাসপাতাল ত্যাগ করার সময় সাংবাদিকদের সঙ্গে কথা বলে আশঙ্কার কথা জানান তিনি। বর্তমানে তিনি একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসা নিয়ে সন্দেহ প্রকাশ করে নূর বলেন, হাসপাতালের ট্রিটমেন্ট নিয়ে আমি সন্দিহান। কারণ, আমি পুরোপুরি সুস্থ না। হাসপাতালে ভর্তির প্রথম তিন দিনের চেয়ে শরীরের অবস্থা এখন আরও খারাপ। এখনো নানা জটিলতা আছে। তিনি বলেন, আমি হাঁটতে পারি না, সোজা হয়ে দাঁড়াতে পারি না। কাশি দিলে পাঁজরে ব্যথা পাই। মাথা ঘোরে, চোখে ঝাপসা দেখি। আমার চিকিৎসার ব্যাপারে সন্দেহ আছে। আমাকে মেরে ফেলার জন্য আটবার হামলা করা হয়েছে। এগুলো করা হচ্ছে সরকারের ইশারায়। এর আগে গত ২২ ডিসেম্বর ডাকসু ভবনে হামলার শিকার হয়ে ঢামেকে ভর্তি হন। এতদিন সেখানেই তিনি চিকিৎসা নিচ্ছিলেন।
উল্লেখ্য, গত ২২ ডিসেম্বর দুপুরে ভিপি নুরের ওপর হামলা চালায় ঢাবি শাখা ছাত্রলীগ ও মুক্তিযুদ্ধ মঞ্চের নেতা-কর্মীরা। এ সময় নুরের সঙ্গে থাকা বিভিন্ন বিশ^বিদ্যালয় ও কলেজের অন্তত ৩০ জন শিক্ষার্থী আহত হন।