ঢাকা শুক্রবার, ৪ঠা জুলাই ২০২৫, ২১শে আষাঢ় ১৪৩২


২৫ বছরে পা রাখছে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা


৩০ ডিসেম্বর ২০১৯ ২৩:০৩

ফাইল ছবি

ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা। ১৯৯৫ সালের ১ ডিসেম্বর ঢাকায় প্রথম শুরু হয়েছিল এই মেলা। এবার শুরু হচ্ছে আগামী ১ জানুয়ারি থেকে। চলবে মাসব্যাপী।

এবার ২৫ বছরে পা রাখতে যাওয়া এই মেলার আয়োজনে রাজধানীর শেরেবাংলা নগরে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের পাশে পুরোদমে কাজ চলছে।

আয়োজকরা জাগো নিউজকে জানিয়েছন, এ মেলার উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাংলাদেশ ছাড়াও ২০টি দেশ এবারের মেলায় অংশ নেবে। মেলায় এবার সব মিলে ৪৫০টি প্যাভিলিয়ন থাকছে। এর মধ্যে আন্তর্জাতিক প্যাভিলিয়ন ৫৫টি।

এবারের মেলার প্রধান ফটক তৈরি করা হচ্ছে জাতীয় স্মৃতিসৌধের আদলে। মেলার টিকিটের দাম এবার ১০ টাকা বাড়িয়ে ৪০ টাকা করা হয়েছে। এ মেলা উপলক্ষে ইতোমধ্যে যান চলাচলে ট্রাফিক নির্দেশনা দেয়া হয়েছে।

মেলার প্রস্তুতির বিষয়ে গত ২২ ডিসেম্বর মেলার সদস্য সচিব ও রফতানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) উপ-পরিচালক (ফাইন্যান্স) মো. আবদুর রউফ জাগো নিউজকে বলেন, ‘এবার তো মুজিববর্ষ। এ জন্য বিশেষ প্রস্তুতি নেয়া হচ্ছে। এ উপলক্ষে বঙ্গবন্ধু প্যাভিলিয়ন বিশেষভাবে নির্মাণ করা হচ্ছে। মুজিববর্ষের আবহ ঠিক রেখে এটা করা হচ্ছে। প্রধান ফটক আমরা জাতীয় স্মৃতিসৌধের আদলে তৈরি করছি। এতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি থাকবে। দ্বিতীয় বা ভিআইপি ফটকে স্যাটেলাইট স্থাপন করা হবে।’