ঢাকা শুক্রবার, ৪ঠা জুলাই ২০২৫, ২১শে আষাঢ় ১৪৩২


সাংসদ ইউনুসে আলীর মরদেহে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা


২৯ ডিসেম্বর ২০১৯ ২৩:২২

ছবি সংগৃহীত

গাইবান্ধা ৩ আসনের সংসদ সদস্য ইউনুস আলী সরকারের মরদেহে শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

রবিবার (২৯ ডিসেম্বর) সকালে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় শ্রদ্ধা নিবেদন করেন তিনি। এর আগে রাষ্ট্রপতির পক্ষ থেকে মরহুমের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন সামরিক সচিব।

শ্রদ্ধা নিবেদনের পর কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন প্রধানমন্ত্রী। এসময় জাতীয় সংসদের স্পিকার, ডেপুটি স্পিকার, মন্ত্রিপরিষদের সদস্যবৃন্দ এবং আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।

ইউনুস আলী সরকার গত শুক্রবার (২৭ ডিসেম্বর) সকালে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে টানা দ্বিতীয় বারের মত নির্বাচিত হন তিনি। বর্তমান সংসদে ইউনুস আলী স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য ছিলেন।