ঢাকা শুক্রবার, ৪ঠা জুলাই ২০২৫, ২১শে আষাঢ় ১৪৩২


মধুর ক্যান্টিনের পাশে ৩টি ভয়াবহ ককটেল বিস্ফোরণ


২৯ ডিসেম্বর ২০১৯ ২৩:১৫

ছবি সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনের পাশে ৩টি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। রবিবার (২৯ ডিসেম্বর) সকাল ১০টার দিকে তিনটি ককটেল বিস্ফোরণ হয়।

তবে এতে কেউ হতাহত হয়নি। ঘটনাস্থলে পুলিশ ও বিশ্ববিদ্যালয় প্রক্টরিয়াল টিমের সদস্যরা রয়েছেন।

বিস্ফোরনের পর ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের নিরাপত্তা জোরদার করা হয়েছে। তবে কারা ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে এটি তাৎক্ষনিকভাবে জানা যায়নি। এই ঘটনার পর এখন পর্যন্ত কাউকে আটক করা হয়নি।

রবিবার (২৯ ডিসেম্বর) সকাল ১১ টার ডাকসুর সামনে এক সংবাদ সম্মেলনের আগে এই ককটেলগুলো বিস্ফোরণ হলো।

এর আগে গত শুক্রবার পৌনে ১১টার দিকে মধুর ক্যান্টিনের সামনে থেকে একটি ককটেল উদ্ধার করে ঢাকা মেট্রোপলিটন পুলিশের বোম্ব ডিসপোজাল ইউনিট।