মনোনয়ন ফরম নিতে এসে কান্নায় ভেঙে পড়লেন মেয়র খোকন

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) নির্বাচনের জন্য দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করতে এসে কেঁদে ফেললেন মেয়র সাঈদ খোকন। বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) দুপুরে ধানমণ্ডিতে আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করে সাংবাদিকদের সামনে দোয়া প্রার্থনা করে কান্নায় ভেঙে পড়েন তিনি।
কান্নাজড়িত কণ্ঠে জানালেন, ‘আমার রাজনৈতিক জীবনে একটা কঠিন সময় যাচ্ছে। এই কঠিন সময়ে ঢাকাবাসীকে আমি আহ্বান জানাই, আমার জন্য একটু দোয়া করবেন। প্রিয় দেশবাসী, আমার জন্য দোয়া করবেন।’ তবে কঠিন সময় বলতে তিনি কি বোঝাতে চাইলেন সে ব্যাখ্যা দেননি। মেয়র বলেন, ‘আমি জীবনের কঠিন সময় পার করছি। এই সাড়ে চার বছর ঢাকা শহরে ইতিবাচক পরিবর্তনের সূচনা করতে সক্ষম হয়েছি। ঢাকাবাসী সুখে-দুঃখে, ঢাকাবাসীর আপদে-বিপদে পাশে ছিলাম।’ ভবিষ্যতেও নগরবাসীর পাশে থাকবেন বলে জানান মেয়র। তিনি বলেন, ‘আল্লাহকে হাজির-নাজির করে বলি, আমি কখনো কর্তব্যে অবহেলা করিনি। এই শহরের মানুষের জন্য, এই কঠিন সময়ে ঢাকাবাসী, দেশবাসী যদি আমার পাশে দাঁড়ান, আমি আগামী পাঁচ বছর আপনাদের পাশে থাকব।’
এ সময় অর্ধসমাপ্ত ও অসমাপ্ত কাজগুলো শেষ করতে পারার জন্য দোয়া চান খোকন। তিনি বলেন, ‘আপনাদের সুখে-দুঃখে যেভাবে ছিলাম, সেভাবেই যাতে আপনাদের পাশে থাকতে পারি। অনেক কাজ করেছি। কিছুটা কাজ বাকি আছে, সে কাজগুলো যেন শেষ করে যেতে পারি। ঢাকা শহরের মানুষের সুখে-দুঃখে আমি পাশে ছিলাম। আজকের এই কঠিন সময়ে প্রিয় ঢাকাবাসীর কাছে, আমার দেশবাসীর কাছে আমি দোয়া চাই। আমি যাতে কামিয়াব হই।’
নতুনসময়/আইকে