ঢাকা বৃহঃস্পতিবার, ৩রা জুলাই ২০২৫, ২০শে আষাঢ় ১৪৩২


ফের কমিশনারদের মধ্যে মতবিরোধের গুঞ্জন


২৫ ডিসেম্বর ২০১৯ ২৩:০১

গত কয়েকদিন আগে নিয়োগ প্রক্রিয়া নিয়ে মতবিরোধের পর এবার নতুন করে বদলি নিয়ে মতবিরোধের গুঞ্জন শোনা যাচ্ছে নির্বাচন কমিশনে। সূত্র জানায়, ঢাকার সিটি নির্বাচনের তফসিল ঘোষণা হওয়ার পরেও ঢাকা ও রংপুর আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা পদে রদবদল করেছে নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়। ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচনের তফসিল ঘোষণার পরের দিন সোমবার (২৩ ডিসেম্বর) এ দুই কর্মকর্তার বদলি নিয়ে প্রশ্ন উঠেছে।

অভিযোগ রয়েছে, পাঁচ কমিশনারের অনুমোদন ছাড়াই এ দুই কর্মকর্তাকে বদলি করা হয়েছে। নিয়ম অনুযায়ী, তফসিল ঘোষণার পর যেকোনো দপ্তরের নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তাদের বদলির ক্ষেত্রে পাঁচ কমিশনারের অনুমোদন নিতে হয়। ইসি সূত্রে জানা গেছে, ঢাকার আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা রকিবউদ্দিন মন্ডল আগামী ৩১ ডিসেম্বর অবসরোত্তর ছুটিতে যাচ্ছেন। গত সোমবার এক প্রজ্ঞাপনে রংপুরের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা (চলতি দায়িত্ব) জি এম সাহাতাব উদ্দিনকে ঢাকার আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার পদে বদলি করা হয়েছে।

অপরদিকে ইসির উপসচিব সরকার আশরাফুল আলমকে রংপুরের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা হিসেবে বদলি করা হয়। পাঁচ কমিশনারের অনুমোদন ছাড়াই এ দুটি পদে বদলি করায় কমিশন ইসি সচিবালয়ের কয়েকজন কর্মকর্তা এ নিয়ে প্রশ্ন তোলেন। গত সোমবার দিনভর নির্বাচন কমিশনে এ নিয়ে আলোচনা সমালোচনা হয়েছে। এমনকি ইসির বিভিন্ন জটিলতা নিয়ে সোমবার বিকাল ৩টায় সিইসির সঙ্গে বৈঠক করেছেন চার নির্বাচন কমিশনার। এ বিষয়ে জানতে চাইলে নির্বাচন কমিশনার মো. রফিকুল ইসলাম বলেন, কমিশনের বৈঠকে বদলি বিষয়ে কোনো আলাপ-আলোচনা হয়নি।

নতুনসময়/আইকে