রাজধানীতে উঁকি দিয়েছে সূর্যি মামা

গত চারদিন ধরে টানা শৈত্যপ্রবাহ বইছে। রাজধানীবাসি একপ্রকার সূর্যের দেখাও পায়নি এই চারদিন। তবে আজ দেখা দিয়েছে সূর্যি মামা। আজ ঠান্ডা কিছুটা কম অনুভূত হচ্ছে। আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার তাপমাত্রা গতকাল রবিবার (২২ ডিসেম্বর) সামান্য বেড়েছিল। আজ সোমবারও (২৩ ডিসেম্বর) দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।
এ ছাড়া ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার আকাশ আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে বলেও জানিয়েছে আবহাওয়া অফিস। উত্তর/উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৮ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। গত কয়েক দিন দেশের বিস্তীর্ণ অঞ্চলে যে তীব্র শীত অনুভূত হচ্ছিল সেটা আজ সোমবার থেকে কমবে। দিন ও রাতের তাপমাত্রা বাড়বে। এ কয়েক দিন ঘন কুয়াশার কারণে সূর্যের দেখা না মেলায় শীতের মাত্রা বেড়ে গিয়েছিল। গতকালও ঢাকাসহ দেশের অধিকাংশ স্থানে ঘন কুয়াশার কারণে দিনের বেলায় সূর্য দেখা যায়নি। কোনো কোনো জেলায় মাঝেমধ্যে কুয়াশা ভেদ করে সূর্য উঁকি দিয়েছে।
নতুনসময়/আইকে