ঢাকা বৃহঃস্পতিবার, ৩রা জুলাই ২০২৫, ২০শে আষাঢ় ১৪৩২


স্যার ফজলে হাসান আবেদের মরদেহে সর্বস্তরের শ্রদ্ধা


২২ ডিসেম্বর ২০১৯ ২২:৪৩

ফাইল ছবি

ব্র্যাকের প্রতিষ্ঠাতা স্যার ফজলে হাসান আবেদের মরদেহে শ্রদ্ধা জানাচ্ছেন সর্বস্তরের মানুষ। রোববার (২২ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টার কিছু আগে, তার মরদেহ নেয়া হয়, আর্মি স্টেডিয়ামে।

শুরুতেই রাষ্ট্রপতি আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে শ্রদ্ধা জানানো হয়। এরপর শ্রদ্ধা জানান, জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। শ্রদ্ধা নিবেদন চলবে বেলা সাড়ে ১২টা পর্যন্ত।

শ্রদ্ধা জানানোর আগে, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, স্যার ফজলে হাসান আবেদ তার অবদানের জন্য স্মরণীয় হয়ে থাকবেন। আর্মি স্টেডিয়ামেই হবে তার নামাজে জানাজা।

এরপর বনানী কবরস্থানে, প্রথম স্ত্রী আয়েশা আবেদের কবরের পাশে সমাহিত করা হবে, স্যার ফজলে হাসান আবেদকে।

শুক্রবার রাত ৮টা ২৮ মিনিটে রাজধানীর বসুন্ধরার অ্যাপোলো হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন স্যার ফজলে হাসান আবেদ। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৩ বছর। তিনি স্ত্রী, এক মেয়ে, এক ছেলে এবং তিন নাতি-নাতনি রেখে গেছেন।