ফরিদপুর জেলার শ্রেষ্ঠ সহকারী শিক্ষক হলেন শ্রীধাম কুমার বিশ্বাস

ফরিদপুর জেলার শ্রেষ্ঠ সহকারী শিক্ষক নির্বাচিত হয়েছেন জেলার আলফাডাঙ্গার বাজরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক শ্রীধাম কুমার বিশ্বাস। জাতীয় প্রাথমিক শিক্ষা পদক ২০১৯ উপলক্ষে ফরিদপুর জেলা শিক্ষা বাছাই কমিটি এ তথ্য ঘোষণা করেন। ওই বাছাই কমিটির সভাপতি ছিলেন ফরিদপুরের জেলা প্রশাসক অতুল সরকার এবং একই কমিটির সদস্য সচিব ছিলেন, ফরিদপুর জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ তৌহিদুল ইসলাম।
জানা যায়, শ্রীধাম কুমার বিশ্বাস ১৯৮৩ সালে ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার টগরবন্দ গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি ১৯৯১ সালে টগরবন্দ সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং ১৯৯৭ সালে ভাটিয়াপাড়া উচ্চ বিদ্যালয় থেকে প্রথম বিভাগে এসএসসি পাশ করেন। ২০০০ সালে আলফাডাঙ্গা ডিগ্রি কলেজ থেকে এইচএসসিতেও প্রথম শ্রেণিতে পাশ করেন ওই শিক্ষক। এছাড়া ২০০৫ সালে দক্ষিণবঙ্গেও অন্যতম বিদ্যাপীঠ ফরিদপুরের সরকারি রাজেন্দ্র কলেজ থেকে গণিত বিভাগে অনার্স এবং একই কলেজ থেকে ২০০৬ সালে কৃতিত্বের সাথে মাস্টার্স সম্পন্ন করেন। শ্রীধাম ছাত্রজীবন থেকেই সমসাময়িক বিষয় নিয়েও খুব ভালো লেখালেখি করেন।
জেলা প্রাথমিক শিক্ষা অফিস সূত্রে জানা যায়, শ্রীধাম ২০০৮ সালে ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার উথলি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক হিসেবে প্রথম যোগদান করেন। পরে ২০০৯ সালে আলফাডাঙ্গার বাজরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক হিসেবে বদলী হোন। বর্তমানে তিনি একই স্কুলে কর্মরত আছেন। আলফাডাঙ্গার বাজরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ লুৎফর রহমান বলেন, শ্রীধাম অত্যন্ত ভালোমানের শিক্ষক। ওর সাফল্যে আমরা খুবই আনন্দিত ও গর্বিত। সে আমাদের মুখ উজ্জ্বল করেছে। তিনি বলেন, সে শুধু জেলাই নয় বিভাগীয় পর্যায়েও শ্রেষ্ঠ হওয়ার যোগ্যতা রাখেন।
নতুনসময়/আইকে