ঢাকা বৃহঃস্পতিবার, ৩রা জুলাই ২০২৫, ২০শে আষাঢ় ১৪৩২


সংগঠনের আদর্শ মেনে ত্যাগ স্বীকার করতে প্রস্তুত থাকুন: কাউন্সিলে প্রধানমন্ত্রী


২১ ডিসেম্বর ২০১৯ ০৮:৫৫

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পায়ে হেঁটে সারাদেশ ঘুরে আওয়ামী লীগ গড়েছেন উল্লেখ করে আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেছেন, এই সংগঠনের আদর্শ মেনে ত্যাগ স্বীকার করতে প্রস্তুত থাকুন। শুক্রবার (২০ ডিসেম্বর) আওয়ামী লীগের জাতীয় সম্মেলনে সভাপতির ভাষণে তিনি এ কথা বলেন। তিনি এসময় জাতির পিতার হত্যাকান্ডের পরবর্তী প্রতিকূল অবস্থার কথা স্মরণ করিয়ে দেন।

এর আগে, প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা দলের ২১তম জাতীয় সম্মেলন উদ্বোধন করেছেন। শুক্রবার দুপুর ৩টা ১০ মিনিটে তিনি সাদা পায়রা ও লাল-সবুজ বেলুন উড়িয়ে সম্মেলন উদ্বোধন করেন তিনি। এসময় তার পাশে ছিলেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সময়ের সাথে সাক্ষী হয়ে সংগ্রাম, ঐতিহ্য ও উন্নয়নের গৌরবময় অগ্রযাত্রাকে অব্যাহত রাখার দৃঢ় প্রত্যয়ে উপমহাদেশের প্রাচীন ও ঐতিহ্যবাহী রাজনৈতিক এ দলটির দুই দিনব্যাপী ২১তম জাতীয় সম্মেলন আজ শুরু হচ্ছে। উদ্বোধনের পর ২৫ মিনিটের সংগীত পরিবেশন করা হবে। এতে তুলে ধরা হবে আওয়ামী লীগের ইতিহাস-ঐতিহ্য এবং সরকারের উন্নয়ন ও সাফল্য।

নতুনসময়/আইকে