১৭ বছর পাঠদান না করে বেতন তুলছেন মাদরাসা শিক্ষক!

আগত অভিযোগের প্রেক্ষিতে দেশব্যাপী পাঁচটি অভিযান পরিচালনা করেছে দুর্নীতি দমন কমিশনের (দুদক) এনফোর্সমেন্ট ইউনিট। বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) দেশব্যাপী এসব অভিযান পরিচালনা করা হয়। এতে কুমিল্লার নাঙ্গলকোটে এক শিক্ষক মাদরাসায় উপস্থিত না হয়েও বেতন-ভাতা উত্তোলনপূর্বক অর্থ আত্মসাৎ করার অভিযোগে অভিযান পরিচালনা করা হয়।
দুদক অভিযোগ কেন্দ্রে (টোল ফ্রি হটলাইন-১০৬) অভিযোগ আসে, নাঙ্গলকোটের ঢালুয়া রহমাতিয়া সিনিয়র মাদরাসার সহকারী প্রধান শিক্ষক জাহাঙ্গীর আলম বিগত ১৭ বছর যাবত মাদরাসায় পাঠদান না করে বেতন ভাতা উত্তোলন করেছেন। এর প্রেক্ষিতে কুমিল্লা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক এইচ এম আক্তারুজ্জামানের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
সরেজমিন অভিযানে থাকা টিম উক্ত প্রতিষ্ঠানের হাজিরা খাতা যাচাই করে অভিযোগের সত্যতা পায়। অভিযানকালে অভিযুক্ত শিক্ষককে মাদরাসায় উপস্থিত পাওয়া যায়নি। তিনি ছুটি গ্রহণপূর্বক ওমরাহ পালন করতে গিয়েছেন বলে জানা গেছে। তবে ছুটি গ্রহণের কোনো অনুমোদিত আবেদনপত্র দুদক টিম পায়নি। সার্বিক বিবেচনায় উক্ত শিক্ষক দীর্ঘকাল যাবত রাষ্ট্রীয় অর্থ আত্মসাৎ করে আসছেন বলে টিমের কাছে প্রতীয়মান হয়। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে কমিশনের নিকট প্রতিবেদন উপস্থাপন করা হবে।
একই টিম নাঙ্গলকোট উপজেলার আদ্রা উত্তর ইউনিয়ন পরিষদে জন্ম ও মৃত্যু নিবন্ধন, ইউনিয়ন ট্রেড লাইসেন্স, নাগরিকত্ব সনদ প্রদানসহ নানাবিধ সেবা প্রদানে অতিরিক্ত ফি আদায়ের অভিযোগে অভিযান পরিচালনা করে। অভিযানকালে টিমের পক্ষ হতে রশিদ প্রদানপূর্বক সরকার নির্ধারিত হারে সকল সেবা প্রদানের নির্দেশনা দেয়া হয়। এছাড়া উক্ত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের মদদে চাটিতোলা গ্রামে সরকারি খাল দখল করে স্থাপনা তৈরির অভিযোগ খতিয়ে দেখে দুদক টিম।
অভিযানকালে হাইকোর্টের নির্দেশনা অমান্য করে উক্ত খাল দখল করা হয়েছে বলে টিমের নিকট প্রতীয়মান হয়। এ অবৈধ স্থাপনা অপসারণে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য সংশ্লিষ্ট প্রশাসনকে অবহিত করে অভিযান পরিচালনাকারী টিম।
এছাড়া বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) কর্তৃক টেন্ডার প্রক্রিয়ায় অনিয়ম ও দুর্নীতির অভিযোগে, মাগুরা বিআরটিএতে ড্রাইভিং লাইসেন্স প্রদানে ঘুষ গ্রহণের অভিযোগে এবং মাগুরা সদর হাসপাতালে রোগীদের নিম্নমানের খাবার সরবরাহের অভিযোগে যথাক্রমে প্রধান কার্যালয় এবং যশোর জেলা কার্যালয় হতে তিনটি পৃথক অভিযান পরিচালিত হয়েছে।