গাজীপুরে কেন্দ্রীয় ছাত্রলীগ নেতার সংবাদ সম্মেলন

কেন্দ্রীয় ছাত্রলীগের সহ-সভাপতি ছাত্রদলের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত থাকার অভিযোগ এনে অব্যহতির প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন অভিযুক্ত রুহুল আমিন।বৃহস্পতিবার দুপুরে গাজীপুরের রাজেন্দ্রপুর হোটেল এক্সে এক সংবাদ সম্মেলনে তিনি এ প্রতিবাদ জানান। তিনি তার লিখিত বক্তব্যে বলেন,স্থানীয় এক ছাত্রদল নেতার নামের সঙ্গে নামের মিল থাকায় অযোক্তিকভাবে,যাচাই-বাছাই ছাড়াই আমাকে অব্যহতি দেয়া হয়েছে। কোন প্রকার কারণ দর্শনোর নোটিশ না দিয়েই এমন অব্যহতিকে তিনি গঠনতন্ত্রের পরিপন্থি বলেও দাবী করেন।এ সময় ছাত্রলীগের অভিভাবক শেখ হাসিনার কাছে সঠিক তদন্তের মধ্য দিয়ে পূর্নমূল্যায়নের দাবি তুলেন তিনি। উল্লেখ্য সম্প্রতি বিভিন্ন অভিযোগে কেন্দ্রীয় ছাত্রলীগের ২১জনকে পদ থেকে অব্যহতি দেওয়া হয়। এর মধ্যে গাজীপুর মহানগরের কাউলতিয়া এলাকার রুহুল আমিনের নাম রয়েছে।