ঢাকা শুক্রবার, ৪ঠা জুলাই ২০২৫, ২০শে আষাঢ় ১৪৩২


গণপূর্তের মুমিতুর ও তার স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা


১৯ ডিসেম্বর ২০১৯ ০৬:২৬

সোয়া পাঁচ কোটি টাকার অবৈধ সম্পদের অভিযোগে গণপূর্ত মন্ত্রণালয়ের পরিকল্পনা শাখার সিনিয়র সহকারী প্রধান মুমিতুর রহমান ও তার স্ত্রী জেসমিন আক্তারের বিরুদ্ধে মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
দুদকের উপপপরিচালক সালাহউদ্দিন আহমেদ সংস্থাটির সমন্বিত জেলা কার্যালয়-১ এ বাদী হয়ে মামলাটি দায়ের করেন। জনসংযোগ কর্মকর্তা প্রনব কুমার ভট্টাচার্য্য বিষয়টি নিশ্চিত করেছেন।
দুদকের মামলায় দায়ের মুমিতুর দম্পতির বিরুদ্ধে ৫ কোটি ১১ লাখ ৯১ হাজার ৬৫০ টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদের অভিযোগ আনা হয়েছে বলে জানা যায়।

চলমান শুদ্ধি অভিযান শুরুর পরপরই দুর্নীতি দমন কমিশন (দুদক) অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে যে অনুসন্ধান শুরু করে, তার প্রথম তালিকাতেই মুমিতুর রহমানের নাম আছে। তাছাড়া, দুদক যে ৩৪ জনের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা দিয়েছে, তার মধ্যে মুমিতুরও আছেন।
মুমিতুর সরকারি কর্মকর্তা হলেও গ্রেপ্তার হওয়া ঠিকাদার জি কে শামীম ক্যাশিয়ার হিসেবে পরিচিত ছিলেন। গ্রেপ্তার হওয়ার পর র‌্যাবসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও দুদকের জিজ্ঞাসাবাদে জি কে শামীমের মুখে মুমিতুরের নাম বেরিয়ে আসে। তিনি গণপূর্ত মন্ত্রণালয়ে যোগ দেন ২০১৬ সালের মার্চে।

দুদক জানায় শুদ্ধি অভিযানের অংশ হিসেবে মুমিতুর ও তার স্ত্রীর বিরুদ্ধে মামলা করা হয়েছে। গত ১৮ই সেপ্টেম্বর থেকে আইন শৃঙ্খলা রক্ষকারী বাহিনীর অভিযানের ধারাবাহিকতায় ৩০শে সেপ্টেম্বর থেকে ক্যাসিনোর মাধ্যমে অবৈধ সম্পদ অর্জনকারীদের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করে দুদক। শুদ্ধি অভিযান শুরুর পর থেকে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে এ নিয়ে ১৮টি মামলা দায়ের করলো দুদক।।