ঢাকা বৃহঃস্পতিবার, ৩রা জুলাই ২০২৫, ২০শে আষাঢ় ১৪৩২


শেরপুরে বঙ্গবন্ধু শেখ মুুজিবুর রহমান ও মুক্তিযোদ্ধা কর্নার উদ্বোধন


১৯ ডিসেম্বর ২০১৯ ০৫:৫০

শেরপুরের সরকারী বালিকা বিদ্যালয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও মুক্তিযোদ্ধা কর্নার উদ্বোধন করা হয়েছে। বুধবার (১৮ ডিসেম্বর) দুপুরে সরকারী বালিকা বিদ্যালয়ের একটি কক্ষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও মুক্তিযোদ্ধা কর্নারের দরজায় ফিতা কেটে উদ্বোধন করেন জেলা প্রশাসক আনার কলি মাহবুব। এসময় সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার নুরুল ইসলাম হিরু, বিদ্যালয়ের প্রধান শিক্ষক এ্যানি সুরাইয়া মিলোজসহ বিদ্যালয়ের অন্যান্য শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। কর্নারটিতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নানা ছবি, স্বাধিনতা সংগ্রামের তথ্যমূলক বই এবং মুক্তিযুদ্ধ বিষয়ক নানা তথ্য ও বই রয়েছে।

নতুনসময়/আইকে