প্রকাশিত তালিকা আসলে রাজাকারের তালিকা নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় কর্তৃক প্রকাশিত রাজাকারের তালিকাটি আসলে রাজাকারের তালিকা নয় বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। এই তালিকা স্বাধীনতার পর দালাল আইনের মামলায় সম্পৃক্তদের তালিকা, তালিকার অনেকের বিরুদ্ধে মামলা তুলেও নেয়া হয়েছে। সব তথ্য যাচাইবাছাই না করে তালিকা প্রকাশের সম্পূর্ণ দায় মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের বলেও অভিযোগ করেছেন তিনি। বুধবার (১৮ ডিসেম্বর) সচিবালয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন।
এসময় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এটি কোনো রাজাকারের তালিকা নয়, আলবদর, আলশামস এর তালিকা নয়। দালাল আইনে অভিযুক্তদের তালিকা এটি। নোট দেয়া সত্ত্বেও মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় সবার নাম প্রকাশ করায় এর পুরো দায় ওই মন্ত্রণালয়ের। এর আগে, রাজাকারের তালিকা প্রকাশের পর থেকেই সারাদেশে হইচই পড়ে যায়। এই তালিকায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চীফ প্রসিকিউটরসহ নাম রয়েছে অনেক গেজেটেড মুক্তিযোদ্ধার।
নতুনসময়/আইকে