ঢাকা বৃহঃস্পতিবার, ৩রা জুলাই ২০২৫, ২০শে আষাঢ় ১৪৩২


রাজাকারের তালিকা করেছে মুক্তিযুদ্ধের বিপক্ষ শক্তি: এডভোকেট টিপু


১৮ ডিসেম্বর ২০১৯ ০৬:৪৪

মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় রাজাকারের তালিকা প্রকাশের পর থেকেই তা বিতর্কিত হয়ে পড়েছে। এই তালিকায় নাম এসেছে খোদ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চীফ প্রসিকিউটর এডভোকেট গোলাম আরিফ টিপুর নাম। এই হইচই পড়ে গেছে চারদিকে। এডভোকেট টিপু মঙ্গলবার (১৭ ডিসেম্বর) বলেছেন, এই রাজাকারের তালিকা মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি করে নি বরং বিপক্ষ শক্তি করেছে। এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

এডভোকেট টিপু আরো বলেন, এভাবে তালিকায় মুক্তিযোদ্ধা ও সংগঠকদের নাম আসা খুবই দু:খজনক। মুক্তিযুদ্ধের বিপক্ষের শক্তি যারা এই ভুল তালিকা তৈরির সঙ্গে জড়িত তাদের বিরুদ্ধে তদন্ত করে আইনি ব্যবস্থা নেয়ার জোর দাবি জানান একুশে পদকপ্রাপ্ত গোলাম আরিফ টিপু। এসময় তার পক্ষে প্রসিকিউটর সুলতান মাহমুদ বলেন, এই তালিকা ট্রাইব্যুনালকে প্রশ্নবিদ্ধ করেছে। তাই এই বিষয়ে আইনি পদক্ষেপ নেয়ার বিষয়ে আলোচনা করছি।

নতুনসময়/আইকে