ঢাকা রবিবার, ১৭ই আগস্ট ২০২৫, ৩রা ভাদ্র ১৪৩২


আব্রাহাম চুক্তির বিষয়ে যা বললেন পাকিস্তানি প্রধানমন্ত্রীর উপদেষ্টা


৩ জুলাই ২০২৫ ১২:২৭

সংগৃহীত

আব্রাহাম চুক্তির ক্ষেত্রে পাকিস্তানের সৌদি আরব এবং তুরস্ককে সমর্থন করা উচিত বলে মন্তব্য করেছেন দেশটির প্রধানমন্ত্রীর উপদেষ্টা রানা সানাউল্লাহ। বুধবার (২ জুলাই) সামা টিভির ‘নাদিম মালিক লাইভ’ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

 

এ সময় তিনি জোর দিয়ে বলেন, ‘পাকিস্তানের উচিত এ বিষয়ে আরব দেশগুলোর সঙ্গে একমত হওয়া। ’

 

সানাউল্লাহ বলেন, ‘পাকিস্তানের উচিত মুসলিম বিশ্বের সঙ্গে দাঁড়ানো, বিশেষ করে বৃহত্তর মধ্যপ্রাচ্য সম্পর্কিত বিষয়গুলোতে। ’

 

তিনি পুনর্ব্যক্ত করেন, ইরানের কৌশলগত স্বার্থ আরব দেশ, তুরস্ক ও পাকিস্তানের একসঙ্গে এগিয়ে যাওয়ার মধ্যে নিহিত। তবে ইরানের আজকের অবস্থান এক মাস আগের থেকে ভিন্ন বলেও উল্লেখ করেন তিনি। 

 

ফিলিস্তিন ইস্যুতে সানাউল্লাহ জোর দিয়ে বলেন, ‘শান্তি প্রতিষ্ঠা করতে হবে এবং রক্তপাত বন্ধ হওয়া উচিত। ফিলিস্তিনে ব্যাপক নৃশংসতা ঘটেছে; রক্তপাত হয়েছে। ’