শিক্ষা ক্ষেত্রে অসামান্য অবদান রাখছে বর্তমান সরকার- এমপি আয়েন উদ্দিন

রাজশাহীর মোহনপুর গার্লস ডিগ্রি কলেজ সরকারীকরন করায় প্রতিষ্ঠানটি সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে। মঙ্গলবার সকাল ১১ টার দিকে কলেজ প্রাঙ্গণ থেকে এক বিশাল র্যালি বের হয়ে উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে একইস্থানে এসে শেষ হয়। এরপর গার্লস ডিগ্রি কলেজের প্রভাষক আলহাজ্ব আব্দুর জব্বারের পরিচালনায় অধ্যক্ষ আব্দুল মালেক মন্ডলের সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি রাজশাহী -৩ আসনের সংসদ সদস্য আয়েন উদ্দিন। এ সময় তাকে সংবর্ধনা প্রদান করেন উক্ত কলেজের শিক্ষক, শিক্ষার্থী ও কর্মচারীবৃন্দ। বিশেষ অতিথি ছিলেন মোহনপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাড আব্দুস সালাম,ভাইস চেয়ারম্যান মেহেবুব হাসান রাসেল,সানজিদা রহমান রিক্তা,উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও অত্র কলেজের সভাপতি প্রধান শিক্ষক দিলীপ কুমার সরকার, আওয়ামীলীগ নেতা এনামুল হক,অধ্যক্ষ রেজাউল করিম শেখ,আব্দুর রশিদ,প্রভাষক আমজাদ হোসেন,রুবাইয়াত হোসেন,যুবলীগ সভাপতি ইকবাল হোসেন,ছাত্রলীগ সভাপতি আব্দুর রাজ্জাক,মোরশেদ আলমসহ উপজেলার বিভিন্ন এলাকা হতে আগত উচ্চ বিদ্যালয়,কলেজের প্রধানগন,রাজনৈতিক নেতৃবৃন্দ ও সুশীল সমাজের লোকজন কলেজের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। পরে বিকেলের দিকে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন শিক্ষার্থীরা।