যাচাই না করাতেই তালিকায় অসঙ্গতি: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল জানিয়েছেন, ৭২ এর দালাল আইনে যাদের বিরুদ্ধে মামলা ছিলো তাদের তালিকা স্বরাষ্ট্র মন্ত্রণালয় সরবরাহ করছে, তবে সেখানে কিছু নোট ছিলো যা যাচাই-বাছাই না করেই মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় তা প্রকাশ করেছে।
আজ মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার চলমান দুর্নীতি, মাদক ও মজুতদারের বিরুদ্ধে অভিযানে কৃষক লীগের একাত্বতা শীর্ষক আলোচনা সভায় মন্ত্রী এসব কথা বলেন।
এ সময় যাচাই-বাছাই করে মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়কে রাজাকারদের তালিকা প্রকাশের অনুরোধ জানান আসাদুজ্জামান খান কামাল।
স্বরাষ্ট্রমন্ত্রী জানান, শুদ্ধি অভিযান বন্ধ হয়নি চলমান রয়েছে। যতদিনে সুশাসন প্রতিষ্ঠা হবে না, দেশে ততদিন মাদক ও দুর্নীতির বিরুদ্ধে অভিযান চলমান থাকবে। এছাড়া ভারতের এনআরসি বিষয়ে মন্ত্রী বলেন, এটি ভারতের নিজস্ব বিষয়। তবে বাংলাদেশের মুসলমানরা কেউ ভারতে প্রবেশ করেনি। ভারতের কথামতো হিন্দু-মুসলমান বাংলাদেশে প্রবেশ করতে পারবে না।