ঢাকা বৃহঃস্পতিবার, ৩রা জুলাই ২০২৫, ২০শে আষাঢ় ১৪৩২


রাজাকারের তালিকায় দূর্নীতি, যা বললেন আসিফ নজরুল


১৮ ডিসেম্বর ২০১৯ ০৩:৫৪

দেশের সমসাময়িক বিষয় নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে স্ট্যাটাস দিয়ে প্রায়ই আলোচনায় থাকেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক ড. আসিফ নজরুল। গত রবিবার (১৫ ডিসেম্বর) প্রকাশ করা হয়েছে মুক্তিযুদ্ধে জড়িত রাজাকারদের তালিকা। আর সেখানে পাওয়া গিয়েছে নানা অভিযোগ। মুক্তিযোদ্ধা থেকে শুরু করে পুলিশ-এডভোকেটসহ নানা বিতর্কিত নাম উঠে আসে সেই তালিকায়। এ বিষয়ে আজ মঙ্গলবার (১৭ ডিসেম্বর) নিজের ফেসবুক পেজে একটি স্ট্যাটাস দিয়েছেন ঢাবির এই অধ্যাপক। তার স্ট্যাটাসটি পাঠকদের জন্য হুবহু তুলে ধরা হল:

‘মুক্তিযোদ্ধার তালিকা করার সময় বোঝা গিয়েছিল কি দূর্নীতি আর অনাচার করা হয় তালিকা নিয়ে। এ সরকারের আমলে রাজাকার তালিকা নিয়ে এরকম হওয়াটা তাই স্বাভাবিক। রাজনৈতিক হয়রানী, প্রতিশোধ, সম্পদ দখলের মতো বিষয় থাকার সম্ভাবনা আছে বলে এখানে কারচুপি হবে আরো বেশী। আর তড়িঘড়ি করে তালিকা প্রকাশের সময়টা লক্ষ্য করেন। যখন ভারতের সম্ভাব্য পুশ-ইনের বিরুদ্ধে আমাদের সব মনোযোগ নিবদ্ধ থাকা উচিত ঠিক তখনি চরম বিতর্ক সৃষ্টি হতে পারে এমন তালিকা প্রকাশ কেন?’

নতুনসময়/আইকে