ঢাকা বৃহঃস্পতিবার, ৩রা জুলাই ২০২৫, ২০শে আষাঢ় ১৪৩২


এবার বাজারে আসছে ২০০ টাকার নোট


১৬ ডিসেম্বর ২০১৯ ০৮:২৮

প্রথমবারের মত বাজারে আসছে ২০০ টাকা মূল্যমানের এ স্মারক নোট। বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী স্মরণীয় করে রাখতেই এই নোট বাজারে ছাড়বে বাংলাদেশ ব্যাংক। রোববার (১৫ ডিসেম্বর) বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র সিরাজুল ইসলাম এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, বাজারে ১০, ২০, ৫০, ১০০, ৫০০ এবং ১০০০ টাকার নোট প্রচলিত রয়েছে। নতুন ২০০ টাকার নোটের উপর ‘বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকী উপলক্ষে বিশেষ নোট’ কথাটি লেখা থাকবে। এদিকে, বঙ্গবন্ধুর ছবি সংবলিত ৫০ টাকার নোটের রং ও আকার পরিবর্তন করে বাজারে নতুন ৫০ টাকার নোট ছেড়েছে কেন্দ্রীয় ব্যাংক। রোববার সকাল থেকে কেন্দ্রীয় ব্যাংকের মতিঝিল কার্যালয় থেকে নিয়মিত লেনদেনের মাধ্যমে নতুন এ নোট বাজারে ছাড়া হয়েছে। সিরাজুল ইসলাম জানান, প্রাথমিক ভাবে ২০ কোটি টাকা মূল্যের নতুন নোট বাজারে ছাড়া হয়েছে। পর্যায়ক্রমে চাহিদা অনুযায়ী নতুন নোট বাজারে ছাড়া হবে বলেও জানান তিনি।