ঢাকা বৃহঃস্পতিবার, ৩রা জুলাই ২০২৫, ২০শে আষাঢ় ১৪৩২


আগামীকাল পদ্মা সেতুর ১৮তম স্প্যান বসবে


১০ ডিসেম্বর ২০১৯ ২৩:৫০

ছবি সংগৃহীত

বুধবার (১১ ডিসেম্বর) বসানো হবে পদ্মা সেতুর ১৮তম স্প্যান। যার ফলে দৃশ্যমান হবে ২৭শ’ মিটার সেতু।

১৭তম স্প্যানের আগের স্প্যানগুলো মাওয়ার ইয়ার্ড থেকে নিয়ে যাওয়া হলেও ১৭তম স্প্যানটি আনা হয় জাজিরার চর থেকে।

পদ্মার বহু রূপ। সময় এবং প্রকৃতির সঙ্গে সঙ্গে তাই পাল্টে যায় নদীর চেহারা। সবশেষ ১৭তম স্প্যানটি বসাতে খুব একটা ঝামেলা পোহাতে হয়নি। তবে ১৫তম স্প্যান বসাতে কিছু অপ্রত্যাশিত ঝামেলা হওয়ায় সময় লেগেছিল ৮ দিন।

ক্রেনে তুলে নদীতে ভাসিয়ে রাখতে হয়েছিল স্প্যান। দিনরাত ড্রেজিং করে সরাতে হয়েছে নদীর তলদেশের পলি। বর্ষায় প্রায় সাড়ে ৩ মাস কাজ বন্ধ রাখার পর নদীর স্রোত কমে আসায় অক্টোবর মাসে পরিকল্পনা ছিল ৩-৪টি স্প্যান বসানোর। বসানো যায় মাত্র একটি।

১৬তম স্প্যান বসানোর প্রস্তুতি নেয়ার পরও ঘূর্ণিঝড় বুলবুলের কারণে সরিয়ে নিতে হয় সব যন্ত্রপাতি।

১৭টি স্প্যান নদীতে বসানো আছে। চীন থেকে দেশে এসে পৌঁছায় আরও ১৭টি স্প্যান, এর মধ্যে বসানোর জন্য পুরো প্রস্তুত ৫টি।