ডাকসু ভিপির ‘আর্থিক-নৈতিক স্খলন’ নিয়ে সংবাদ সম্মেলন করবেন রাব্বানী

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সহ-সভাপতি (ভিপি) নুরুল হক নুরের আর্থিক ও নৈতিক স্খলনজনিত বিষয় নিয়ে সংবাদ সম্মেলন করবে ডাকসুর সাধারণ সম্পাদক (জিএস) গোলাম রাব্বানী। শনিবার (৭ ডিসেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয় জনসংযোগ অফিস থেকে পাঠানো এক বার্তায় সংবাদ সম্মেলনে উপস্থিত থাকার জন্য রাব্বানী সাংবাদিকদের অনুরোধ করেন।
রাব্বানী উল্লেখ করেন, ‘শুভেচ্ছা গ্রহণ করবেন। আপনার অবগতির জন্য জানানো যাচ্ছে যে আগামী ৮/১২/২০১৯ তারিখ, রোজ রবিবার ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ভিপি নুরুল হকের আর্থিক এবং নৈতিক স্খলনজনিত বিষয়ে একটি সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে। উক্ত সংবাদ সম্মেলনে আপনার প্রতিষ্ঠান থেকে একজন রিপোর্টার এবং ক্যামেরাপার্সন পাঠানোর অনুরোধ করছি।’ এ বিষয়ে ডাকসু ভিপি নুরুল হক নুর বলেন, ‘দুর্নীতি ও অন্যান্য কেলেঙ্কারির সাথে জড়িত থাকায় রাব্বানীকে তার দল থেকে অব্যাহতি দেয়া হয়েছে। সে হিসেবে তার তো মুখ দেখানো উচিত নয়। মাঝে মধ্যে রাতের আড়ালে ডাকসুতে আসে আবার চলে যায়। সে আবার আসছে মিথ্যা অভিযোগের ভিত্তিতে আমার বিরুদ্ধে সংবাদ সম্মেলন করতে। বিষয়টা পুরাই হাস্যকর!’