আগারগাঁও, ফার্মগেট, গুলশান ও রামপুরায় অবৈধ স্থাপনা উচ্ছেদে ডিএনসিসির অভিযান

অবৈধ স্থাপনা উচ্ছেদে রাজধানীর আগারগাঁও, ফার্মগেট, গুলশান ও রামপুরায় আজ ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। আগারগাঁওয়ে বেলা ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত অঞ্চল-৫ এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুদ হোসেন এবং ফার্মগেট ও গুলশানে বেলা ১১টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট সাজিদ আনোয়ার এবং রামপুরা ও বনশ্রী এলাকায় অঞ্চল-৩ এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মীর নাহিদ আহসান উচ্ছেদ অভিযান পরিচালনা করেন।
অঞ্চল-৫ এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুদ হোসেনের নেতৃত্বে আগারগাঁওয়ে কোস্ট গার্ড সদর দপ্তরের সামনের বস্তি (এনজিও ব্যুরো অফিসের পিছনে) উচ্ছেদ করা হয়েছে। ২০-২৫ টি টিনের ঘরের কারণে অফিস পাড়ার কার্যক্রমে বিঘ্ন ঘটছিলো। সরে যাবার জন্য আগেও নানা কারণে তাদেরকে ৩ বার সময় দেয়া হয়েছে। আজ ভ্রাম্যমাণ আদালত সেখানে গেলে অবশেষে নিজেরাই সব সরিয়ে নেয়। এছাড়া বিজ্ঞান ও প্রযুক্তি যাদুঘরের পিছনের রাস্তায় উচ্ছেদ পরবর্তী ফলোআপে ফুটপাত ও সড়কে পুনঃস্থাপিত ২টি গ্যারেজ অপসারণ করা হয়েছে। ১টি গ্যারেজ মালিকের কাছ থেকে ৮০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট সাজিদ আনোয়ারের নেতৃত্বে পরিচালিত অভিযানে মনিপুরি পাড়ায় ১টি অবৈধ গ্যারেজ উচ্ছেদ করা হয়। এছাড়া ফুটপাতে অবৈধভাবে মোটর সাইকেল রাখার অপরাধে গুলশান ৯০ নম্বর রোডে ৪জনকে ১ হাজার টাকা করে মোট ৪ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া ফুটপাত দখল করে কাঠের গুঁড়ি রেখে পথচারী চলাচল বাধাগ্রস্থ করা এবং ফুটপাত নষ্ট করার অপরাধে বেঙ্গল ডেভেলাপারসকে ১ লক্ষ টাকা জরিমানা করা হয়।
অঞ্চল-৩ এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মীর নাহিদ আহসানের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালত বনশ্রী এলাকায় সড়ক দখল করে নির্মাণ সামগ্রী রাখার অপরাধে মোট ৪০ হাজার টাকা জরিমানা করা হয়।
ডিএনসিসির অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান ও ভ্রাম্যমাণ আদালত অব্যাহত থাকবে।