বুয়েট শিক্ষার্থীদের ক্লাসে ফেরার ঘোষণা

আন্দোলন কর্মসূচি প্রত্যাহার করে ক্লাসে ফেরার ঘোষণা দিয়েছে বুয়েট শিক্ষার্থীরা। প্রশাসন সব দাবি মেনে নেয়ায় সব কর্মসূচি প্রত্যাহার করে নিয়েছে তারা।
আজ (বুধবার)বিকেলে শিক্ষার্থীদের পক্ষ থেকে এ ঘোষণা দেয়া হয়। এ সময় প্রশাসনের নানা পদক্ষেপে সন্তুষ্টি জানান তারা।
এদিকে, চলতি মাসের শেষ সপ্তাহেই পরীক্ষা শুরু হতে পারে বলে জানিয়েছে বুয়েট প্রশাসন।
গত অক্টোবরে বুয়েট শিক্ষার্থী আবরার হত্যার পর ১১দফা দাবি নিয়ে আন্দোলনে নামে বুয়েট শিক্ষার্থীরা। আবরার ফাহাদ হত্যায় জড়িতদের শাস্তি প্রদান ও স্থায়ী বহিষ্কারসহ শিক্ষার্থীদের সব দাবি একের পর এক মেনে নেয় প্রশাসন।
সর্বশেষ সোমবার রাতে র্যাগিং ও ছাত্র রাজনীতিতে জড়িত থাকলে সতর্ক করা, জরিমানা ও বহিষ্কারসহ বিভিন্ন শাস্তি নির্ধারণ করে নীতিমালা চূড়ান্ত করে বুয়েট প্রশাসন। দাবি পূরণ হওয়ায় পরীক্ষায় বসতে রাজি হয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর পদক্ষেপেও সন্তুষ্ট বলেও জানান শিক্ষার্থীরা।