ঢাকা বুধবার, ২রা জুলাই ২০২৫, ১৯শে আষাঢ় ১৪৩২


আশুলিয়ায় নিরাপদ সড়ক চাই ২৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন


২ ডিসেম্বর ২০১৯ ০৮:৪০

ছবি সংগৃহীত

পথ যেন হয় শান্তির মৃত্যুর নয় এই শ্লোগানকে সামনে রেখে গত ২৬ বছর আগে নিরাপদ সড়ক চাই সংগঠনটি সংঘটিত হয়। জাহানারা কাঞ্চন সড়ক দুর্ঘটনায় মৃত্যু বরণ এরপর থেকে চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন এর একক প্রচেষ্টায় নিরাপদ সড়ক চাই এর আনুষ্ঠানিকতা শুরু । তার এই ধারাবাহিকতায় জাতীয় নিরাপদ সড়ক চাই এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ইলিয়াস কাঞ্চন তার নিরলস পরিশ্রমে আজ জাতীয় নিরাপদ সড়ক চাই সারা বাংলাদেশ ব্যাপী আলোড়ন সৃষ্টি করেছেন । তার এই ধারাবাহিকতায় আজ রবিবার এক ডিসেম্বর আশুলিয়া থানা বাইপাইল এলাকায় সালেহ সুপার মার্কেটের দোতালায় নিরাপদ সড়ক চাই এর অফিসে কেক কাটার মধ্য দিয়ে এই দিবসটি উদযাপন করা হয় ।এর আগে জামগড়া থেকে আশুলিয়ার বাইপাইল পর্যন্ত একটি রালী এসে সমবেত হয়। পরে কোরআন তেলাওয়াতের ও দোয়া অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে পর কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানটি সমাপ্ত ঘোষণা করা হয়। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাতীয় নিরাপদ সড়ক চাই আশুলিয়া থানা কমিটির সভাপতি মোঃ শাকিল আহমেদ, আরো উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক আলী সীমান্ত, সাংগঠনিক সম্পাদক শাহাদাৎ হোসেন সরকার মোহাম্মদ মাকসুদুল আলম রানা সহ-সভাপতি, মোঃ আলমগীর হোসেন নিরব সহ-সভাপতি, মোঃ রিপন মিয়া সদস্য, জাতীয় নিরাপদ সড়ক চাই আশুলিয়া থানা কমিটি সহ জাতীয় নিরাপদ সড়ক চাই এর আশুলিয়া থানা কমিটির সকল সদস্য বিন্দু।