ঢাকা বুধবার, ২রা জুলাই ২০২৫, ১৯শে আষাঢ় ১৪৩২


হলি আর্টিজানে হামলার বিচারের রায় একটি দৃষ্টান্ত: পররাষ্ট্রমন্ত্রী 


২৮ নভেম্বর ২০১৯ ০০:৩৫

ফাইল ফটো

রাজধানীর গুলশানের হলি আর্টিজানে হামলার বিচারের রায় একটি দৃষ্টান্ত বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। তিনি বলেছেন, হলি আর্টিজানে হামলার বিচার একটি দৃষ্টান্ত। আমরা এই বিচারের মাধ্যমে দৃষ্টান্ত স্থাপন করেছি।

বুধবার (২৭ নভেম্বর) রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় সাংবাদিকদের সঙ্গে আলাপ কালে তিনি একথা বলেন।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, হলি আর্টিজানের ঘটনায় আমরা সন্ত্রাসীদের বিচারের মুখোমুখি করেছি। ইউরোপ-আমেরিকায় এমন ঘটনায় সবাইকে মেরে ফেলা হয়। তবে আমরা কিছু মেরেছি, আর বাকিদের বিচারের মাধ্যমে দৃষ্টান্ত স্থাপন করেছি।

তিনি বলেন, এই বিচার অনুকরণীয় হয়ে থাকবে। সন্ত্রাস প্রতিরোধে ভূমিকা রাখবে।

এদিকে, ঢাকার সন্ত্রাসবিরোধী বিশেষ ট্রাইব্যুনালের বিচারক মো. মজিবুর রহমান দুপুরে ওই হামলা মামলায় আট আসামির মধ্যে সাতজনের মৃত্যুদণ্ড ঘোষণা করেছেন। খালাস দেওয়া হয়েছে একজনকে।