ঢাকা বুধবার, ২রা জুলাই ২০২৫, ১৯শে আষাঢ় ১৪৩২


সোনারগাঁয়ে মহান বিজয় দিবস ২০১৯ উপলক্ষে প্রস্তুতি মূলক সভা


২৭ নভেম্বর ২০১৯ ১০:১৮

ছবি সংগৃহীত

নারায়নগঞ্জের সোনারগাঁ উপজেলায় আগামী ১৬ ই ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে আজ মঙ্গলবার ২৬ শে নভেম্বর সোনারগাঁ উপজেলা পরিষদের মিলনায়তন অনুষ্ঠিত হয়েছে । সোনারগাঁ উপজেলা নির্বাহী অফিসার রকিবুর রহমান খাঁন সভাপতি হিসেবে উপস্থিত থেকে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বিভিন্ন বিষয়ে দিকনির্দেশনা মূলক বক্তব্য রাখেন । এবারের বিজয় দিবসের অনুষ্ঠান মালায় থাকবে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন, বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা, কুচকাওয়াজ, ডিসপ্লে ও বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান । উক্ত প্রস্তুতি মূলক সভায় আরও উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা ওসমান গনি, সুলতান আহমেদ মোল্লা বাদশা, সহকারি কমিশনার ভূমি নাজমুল হোসাইন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা ইয়াসিনুল হাবিব তালুকদার রুবেল, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সাইফুল ইসলাম প্রধান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সাইদুল ইসলাম, উপজেলা প্রকৌশলী আলী হায়দার খাঁন, উপজেলা রিসোর্স সেন্টারের ইন্ষ্ট্রাকটার হোসনে আরা বেগম,উপজেলা সময় কর্মকর্তা আনিছা আক্তার প্রমুখ ।