১৬ কোটি টাকার কোকেনসহ মাদক ব্যবসায়ী আটক

চট্টগ্রাম নগরের হালিশহর থানার বড়পুল এলাকায় বিশেষ অভিযানে ১৬ কোটি টাকা মূল্যমানের ১ কেজি কোকেনসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-৭। সোমবার (২৫ নভেম্বর) বিকেলে বড়পুল পিসি রোডের মজুমদার এন্টারপ্রাইজের সামনে থেকে ওই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।
আটক মাদক ব্যবসায়ীর নাম মো. আনোয়ার হোসেন (৩৫)। তিনি ফেনী জেলার ছাগলনাইয়া থানার সওদাগর বাড়ির কামাল হোসেনের ছেলে।
সহকারী পুলিশ সুপার ও র্যাব-৭ এর সহকারী পরিচালক (মিডিয়া) মাহমুদুল হাসান মামুন বলেন, ‘গোপন সংবাদের মাধ্যমে র্যাব জানতে পারে হালিশহর থানাধীন বড়পুল এলাকায় কয়েকজন মাদক ব্যবসায়ী অবস্থান করছে। খবর পেয়ে বিশেষ অভিযানে নামে র্যাব। আভিযানিক দল বড়পুল এলাকার পিসি রোডস্থ মেসার্স মজুমদার এন্টারপ্রাইজের সামনে অভিযান পরিচালনা করে আনোয়ার হোসেনকে আটক করা হয়।’
তিনি আরও বলেন, আটক আসামির দেহ তল্লাশি করে খবরের কাগজে সাদা কসটেপ মোড়ানো অবস্থায় ১ কেজি কোকেন উদ্ধার করা হয়। উদ্ধার করা কোকেনের আনুমানিক মূল্য ১৬ কোটি টাকা। এ ঘটনায় হালিশহর থানায় মামলা দায়ের ও আসামি হস্তান্তর কার্যক্রম প্রক্রিয়াধীন।
নতুনসময়/আইকে