শাহজালালে বিমানবন্দরে ৬৫ লক্ষ টাকার বিদেশী সিগারেট ও ৩৩ পিস মোবাইল আটক

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় ৬৫ লক্ষ টাকা মূল্যের ১৫৮১ কার্টন বিদেশী সিগারেট ও ৩৩ পিস মোবাইল আটক করেছে কাস্টম হাউস ঢাকার প্রিভেন্টিভ টিম এবং শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর।
গোপন সংবাদের ভিত্তিতে চোরাচালান প্রতিরোধে কাস্টম হাউস, ঢাকার কর্তব্যরত প্রিভেন্টিভ কর্মকর্তাগণ এবং শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরেে কর্মকর্তারা যৌথভাবে বিমান বন্দরের বিভিন্ন পয়েন্টে অবস্থান গ্রহণ করে নজরদারী করতে থাকে।
নজরদারী ও তল্লাশীর এক পর্যায়ে কুয়েত থেকে আগত ফ্লাইট নং-KU285 এর ৫ জন যাত্রীকে চ্যালেঞ্জ ও তল্লাশী করে তাদের নিকট ১৫৮১ কার্টন বিদেশী সিগারেট ও ৩৩ পিস মোবাইল পাওয়া য়ায়। আটককৃত পণ্যের আনুমানিক বাজার মূল্য প্রায় ৬৫ লক্ষ টাকা।
আটককৃত পণ্যের বিষয়ে কাস্টমস আইনে ব্যবস্থা নেয়া হয়েছে।