আশুলিয়ায় হিজড়ার রহস্যজনক মৃত্যু

রাজধানীর অদূরে সাভারের আশুলিয়ায় আগুনে পুড়ে কাজলী (৪৫) নামের তৃতীয় লিঙ্গের এক জনের রহস্যজনক মৃত্যু হয়েছে।
রোববার (২৪ নভেম্বর) সকালে আশুলিয়ার গাজীরচট নয়াপাড়া এলাকার তিন তলা নিজ বাড়ির রান্নাঘরে আগুনে পুড়ে তার মৃত্যু হয়।
নিহত কাজলীর বিস্তাড়িত পরিচয় পাওয়া যায় নি।
স্থানীয়রা জানায়, সকালে নিহতের নিজ বাড়িতে অনেক হিজড়ার আনাগোনা দেখে স্থনীয়রা এগিয়ে যায়। এসময় কাজলির বাড়ির রান্না ঘরে তার পোড়া মরদেহ দেখতে পায়। পরে খবর দিলে ঘটনাস্থল পরিদর্শন করে পুলিশ।
আশুলিয়া থানার পুলিশ পরিদর্শক রিজাউল হক দীপু বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষটি খতিয়ে দেখা হচ্ছে।
অন্যদিকে আশুলিয়ার মরাঙ্গাং এলাকা থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে নিহত ব্যক্তি সড়ক দুর্ঘটনায় মার যান।