ঢাকা মঙ্গলবার, ১লা জুলাই ২০২৫, ১৮ই আষাঢ় ১৪৩২


ইডেন কলেজে মেয়েদের মারামারি!


১২ নভেম্বর ২০১৯ ০৬:২০

রাজধানীর ইডেন কলেজ শাখা ছাত্রলীগের নেত্রীরা মিলে নিজেদের সংগঠনেরই এক কর্মীকে মারধর করেছে। মারধরে আহত সুস্মিতা বাড়ৈ নামের ওই ছাত্রলীগ কর্মীকে রাজধানীর সেন্ট্রাল হাসপাতালে ভর্তি করা হয়েছে। হলের সিট বাণিজ্য ও সিট নিয়ন্ত্রণ নিয়ে সোমবার (১১ নভেম্বর) দিকে সুস্মিতাকে মারধর করা হয়। সুস্মিতা বাড়ৈ ইডেন কলেজের ২০১৪-১৫ বর্ষের সমাজবিজ্ঞান বিভাগের ছাত্রী।

কলেজের আবাসিক শিক্ষার্থীরা জানায়, সোমবার সকালের দিকে কলেজ শাখা ছাত্রলীগের কয়েকজন ও যুগ্ম-আহ্বায়ক মিলে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা ছাত্রীনিবাস ছাত্রলীগের সদস্য সুস্মিতা বাড়ৈকে মারধর করেন। নাম প্রকাশে অনিচ্ছুক একই হলের এক শিক্ষার্থী বলেন, ‘মূলত ছাত্রলীগের নেত্রীরা চাইছেন হল রুম তাদের নিয়ন্ত্রণে নিতে। এনিয়ে প্রায়ই তারা ঝামেলা করতো।’


কলেজ শাখা ছাত্রলীগের যুগ্ম-আহ্বায়ক জান্নাত আরা জান্নাত, রিভা আক্তার, পাপিয়া আক্তার প্রিয়া, পাপিয়া রায়, বীথি আক্তার, জারিন পূর্ণি ও ইতি আক্তারসহ তাদের অনুসারীরা সুস্মিতাকে মারধর করেন। জানতে চাইলে অভিযুক্ত রিভা আক্তার বলেন, ‘তেমন কিছুই হয়নি। আমরা কলেজ শাখা ছাত্রলীগ একসঙ্গে কাজ করছি।’ এর আগে গত শনিবার সিট সংক্রান্ত দ্বন্দ্বের জের ধরে সাবিকুন্নাহার তামান্না নামে এক ছাত্রলীগ সদস্যকে বটি দিয়ে কোপান ছাত্রলীগের আরেক কর্মী।

নতুনসময়/আইকে