ঢাকা বুধবার, ২রা জুলাই ২০২৫, ১৮ই আষাঢ় ১৪৩২


খারাপ লোকদের আওয়ামী লীগে দরকার নেই


১১ নভেম্বর ২০১৯ ০১:১৯

রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউতে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে রোববার (১০ নভেম্বর) সকালে সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগের এক বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়। এ সভায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, দল ভারী করার জন্য খারাপ লোকদের আওয়ামী লীগে আনার দরকার নেই।

দলীয় প্রধানের শুদ্ধি অভিযানের প্রেক্ষাপটে যেকোনো শাখায় বিতর্কিত ও খারাপ ব্যক্তিরা থাকলে তাদেরকে বাদ দিতে হবে বলেও সভায় জানানো হয়। এসময় ১৪ দলের মুখপাত্র মোহাম্মদ নাসিম বলেছেন, ঘূর্ণিঝড় বুলবুলের বিষয়ে সরকারের সব ধরনের প্রস্তুতি রয়েছে এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরাসরি তা পর্যবেক্ষণ করছেন। শেখ হাসিনার নেতৃত্বে সব ধরনের দুর্যোগ মোকাবেলা করবে আওয়ামী লীগ।

 

নতুনসময়/আইকে