ঢাকা বুধবার, ২রা জুলাই ২০২৫, ১৮ই আষাঢ় ১৪৩২


মাদক, ইভটিজিং, সন্ত্রাস ও জঙ্গিবাদ বিরুদ্ধে হুসিয়ারি: এমপি খোকা


১০ নভেম্বর ২০১৯ ০৬:১৮

ছবি সংগৃহীত

নারায়ণগঞ্জে সন্ত্রাস, মাদক, ইভটিজিং, বাল্য বিবাহ ও দুর্নীতি মুক্ত ও সুন্দর সুখী সোনারগাঁ গড়ার লক্ষ্যে " মুক্ত আলোচনা " সভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানটি আয়োজনে ছিলেন,নারায়ণগঞ্জ ৩ ( সোনারগাঁ) আসনের সংসদ সদস্য জননেতা লিয়াকত হোসেন খোকা এমপি।

এমপি খোকা বলেন, সন্ত্রাস, মাদক, ইভটিজিং, সন্ত্রাস ও জঙ্গীবাদ আমাদের দেশের প্রধান সমস্যা। দলমত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধভাবে এই সামাজিক সমস্যা নিরসনে কাজ করতে হবে। সমাজের শিক্ষিত সম্প্রদায়ের উচিত এসব মানুষকে সচেতন করা।

এছাড়াও অন্যান্যদের মধ্যে অনুষ্ঠানটিতে উপস্থিত ছিলেন, উপজেলার সকল অফিসার বৃন্দ, প্রশাসনের কর্মকতাগন, সোনারগাঁর সকল ইউনিয়ন চেয়ারম্যান এবং মেম্বারগন।

অনুষ্ঠানে উপস্থিত অন্যান্য বক্তারা বলেন, দেশ আমাদের সকলের, তাই দেশকে ভালো রাখার দায়িত্বও সকলের। সব রকমের অন্যায়, অপ্রচার, সন্ত্রাস ও জঙ্গীবাদ মোকাবেলায় সকল মানুষ অগ্রণী ভূমিকা পালন করবে বলে তারা আশা প্রকাশ করেন।