ঢাকা মঙ্গলবার, ১লা জুলাই ২০২৫, ১৮ই আষাঢ় ১৪৩২


এবার ঘটক পাখি ভাইয়ের ব্যাংক হিসাব তলব


২৯ অক্টোবর ২০১৯ ০৫:২০

ঘটক পাখি ভাই নামটি সুপরিচিত। এমনকি একটি টেলিভিশন নাটকেও একবার ঘটক পাখি ভাইয়ের ঘটকালি দেখানো হয়েছিল। এবার পাখি ভাইয়ের আমানত, বিনিয়োগ ও ভল্টে থাকা সম্পদের হিসাব তলব করেছে। জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। সোমবার (২৮ অক্টোবর) এই বিষয়ে ব্যাংকগুলোকে চিঠি দেয়া হয়।

শুদ্ধি অভিযান শুরুর পর থেকেই গ্রেফতার হচ্ছেন অনেক রাঘব বোয়াল। তবে সর্বপ্রথম ব্যাংক হিসাব তলব করা হয়েছিল যুবলীগের অব্যাহতিপ্রাপ্ত চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরীর।


উল্লেখ্য, ১৮ সেপ্টেম্বর থেকে শুরু হয় প্রধানমন্ত্রীর নির্দেশে র‍্যাবের নেতৃত্বে শুদ্ধি অভিযান। এক এক করে গ্রেফতার হন খালেদ মাহমুদ ভূঁইয়া, জি কে শামীম, ইসমাইল হোসেন সম্রাট, কাজী ফিরোজ, লোকমান হোসেন ভূঁইয়াসহ আরো অনেকে। আটকদের জিজ্ঞাসাবাদদের করে পাওয়া যাচ্ছে আরো অনেক নাম। এর সঙ্গে জড়িত থাকার অভিযোগে কিছু পুলিশ কর্মকর্তাকেও জিজ্ঞাসাবাদ করা হয়েছে।


নতুনসময়/আইকে