ঢাকা মঙ্গলবার, ১লা জুলাই ২০২৫, ১৮ই আষাঢ় ১৪৩২


অবৈধ স্থাপনা উচ্ছেদে আগারগাঁও-তালতলায় ডিএনসিসির ভ্রাম্যমাণ আদালত


২৯ অক্টোবর ২০১৯ ০৩:৩০

ছবি সংগৃহীত

আলিফ হাসান, উত্তরা প্রতিনিধি: বেলা বারোটা থেকে বিকাল আড়াইটা পর্যন্ত অবৈধ স্থাপনা উচ্ছেদে রাজধানীর আগারগাঁও থেকে তালতলা সড়ক, তালতলা থেকে বিজ্ঞান জাদুঘর সড়ক এবং আগারগাঁও থেকে শ্যামলী সড়কে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। ডিএনসিসির অঞ্চল-৫ এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুদ হোসেন উচ্ছেদ অভিযান পরিচালনা করেন।

অভিযানকালে ফুটপাত ও সড়কে অবৈধভাবে নির্মিত প্রায় ১৮০টি টং দোকান ও অস্থায়ী স্থাপনা উচ্ছেদ করা হয়।

ডিএনসিসির অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান ও ভ্রাম্যমাণ আদালত অব্যাহত থাকবে।