ঢাকা মঙ্গলবার, ১লা জুলাই ২০২৫, ১৮ই আষাঢ় ১৪৩২


ভ্যাকসিন নিতে রাজি হচ্ছেন না খালেদা জিয়া


২৯ অক্টোবর ২০১৯ ০১:৫৫

ফাইল ফটো

ইনফ্লুয়েঞ্জা, নিয়মোনিয়া এবং ভাইরাস প্রতিরোধের ভ্যাকসিন নিতে কারাবন্দি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া রাজি হচ্ছেন না বলে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) মেডিকেল বোর্ড জানিয়েছে।

সোমবার দুপুরে বিএসএমএমইউয়ে খালেদা জিয়ার স্বাস্থ্য পরিস্থিতি নিয়ে সংবাদ সম্মেলন হয়।

তিনি বলেন, তার (খালেদা জিয়া) পরিবারের পরামর্শের কারণে তিনি ভ্যাকসিন গ্রহণ করতে অনিচ্ছা প্রকাশ করেছেন। এ ব্যাপারে আমরা এখনও তার সম্মতি পাইনি।

বাতের অত্যাধুনিক চিকিৎসা করার পূর্বশর্ত হিসেবে এই ভ্যাকসিনগুলো দেয়া দরকার বলে জানান জিলন মিয়া।

সংবাদ সম্মেলন শেষে খালেদা জিয়ার জন্য গঠিত মেডিকেল বোর্ডের প্রধান জিলন মিয়া সরকার সাংবাদিকদের বলেন, খালেদা জিয়ার শারীরিক অবস্থার উন্নতির জন্য আমরা তাকে তিনটি ভ্যাকসিন দিতে চাচ্ছি। তা হলো- ইনফ্লুয়েঞ্জা, নিয়মোনিয়া এবং ভাইরাস প্রতিরোধের জন্য একটি। কিন্তু খালেদা জিয়া তা নিতে চাচ্ছেন না।

নতুনসময়/এসএম