ডিএনসিসি মেয়রের সাথে স্পেনের রাষ্ট্রদূতের সাক্ষাৎকার

আলিফ হাসান, উত্তরা প্রতিনিধি: বাংলাদেশে নিযুক্ত স্পেনের রাষ্ট্রদূত আলবারো দে সালাস আজ বেলা ১১টায় গুলশানস্থ ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) নগর ভবনে মেয়র মোঃ আতিকুল ইসলামের সাথে এক সৌজন্য সাক্ষাতে মিলিত হন।
স্পেনের রাষ্ট্রদূত মেয়রের সাথে সাক্ষাৎকালে যানবাহন, নগরীর বর্জ্য ব্যবস্থাপনাসহ বিভিন্ন অবকাঠামো উন্নয়নে স্পেনের ব্যবসায়ীগণের বিনিয়োগ করার আগ্রহ রয়েছে বলে জানান। রাষ্ট্রদূত স্পেন ও বাংলাদেশের ব্যবসায়ীদের মধ্যে আগামী মাসে ঢাকায় অনুষ্ঠেয় সেমিনারে মেয়রকে গেস্ট অব অনার হিসাবে যোগদান করার আমন্ত্রণ জানান। ঢাকা মহানগরীর উন্নয়নে স্পেনের বিভিন্ন শহরের জ্ঞান ও অভিজ্ঞতা কাজে লাগানো যেতে পারে বলে মেয়র রাষ্ট্রদূতকে জানান।
সাক্ষাৎকালে অন্যান্যের মধ্যে ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ আবদুল হাই, সচিব রবীন্দ্রশ্রী বড়ুয়া, প্রধান প্রকৌশলী ব্রিগেডিয়ার জেনারেল সাঈদ আহমেদ ও প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা কমডোর এম মঞ্জুর হোসেন উপস্থিত ছিলেন।