ঢাকা মঙ্গলবার, ১লা জুলাই ২০২৫, ১৮ই আষাঢ় ১৪৩২


ধানমণ্ডিতে আগুন : ধোঁয়ায় শ্বাস বন্ধ হয়ে নারীর মৃত্যু


২৭ অক্টোবর ২০১৯ ০০:৪৫

নতুন সময়

রাজধানীর ধানমণ্ডি ৬ এ একটি বহুতল আবাসিক ভবনের তৃতীয় তলায় আগুন লাগার ঘটনায় ধোঁয়ায় শ্বাস বন্ধ হয়ে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন। 

শনিবার সকাল ৯টা ২৫ মিনিটে আগুনের সূত্রপাত হয়। তবে আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।

ধানমণ্ডি থানার ওসি আব্দুল লতিফ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, অগ্নিকাণ্ডের সময় ধোঁয়ায় অসুস্থ দুজনকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক অজ্ঞাতপরিচয় এক নারীকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় শাহেদা নামের গৃহকর্মী হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

এর আগে আজ শনিবার সকাল নয়টা ২৫ মিনিটে ৬/এ এলাকার ঈদগাহ ময়দানের বিপরীতে একটি ১২তলা আবাসিক ভবনে অগ্নিকাণ্ড ঘটে। ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ৪৫ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে তিনি সক্ষম হয়।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ বাচ্চু মিয়া জানান, ময়নাতদন্তের জন্য লাশ মর্গে রাখা হয়েছে।

নতুনসময়/এসএম