আশুলিয়ায় স্ত্রীর অভিযোগ স্বামী আটক

রিপন মিয়া, স্টাফ করেসপন্ডেন্ট: রাজধানীর অদূরে সাভারের আশুলিয়ায় শুক্রবার সন্ধায় যৌতুক ও নারী নির্যাতনের অভিযোগ আশুলিয়া থানা পুলিশ রানা হামিদ নামে আমবালা এনজিওর ম্যানেজারকে গ্রেফতার করেছে। আটককৃত রানা হামিদ আশুলিয়ার পল্লী বিদুৎ এলাকায় বসবাস করতো। সে, রাজশাহী জেলার বাঘা থানার বাসিন্দা। জানা যায়, গ্রেফতারকৃত রানা হামিদ বিগত ২০১৪ সালের জুলাই মাসে আশুলিয়ার ধামসোনা ইউপির পবনার টেক এলাকার লাকী আক্তার তানিয়ার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। বিয়ের পর থেকে স্বামী-স্ত্রীর মধ্যে ভাল বোঝাপড়া থাকলেও বিগত ৩/৪ মাস ধরে অভিযুক্ত হামিদ ৫ লক্ষ টাকা যৌতুকের দাবীতে তার স্ত্রী তানিয়ার সাথে কারনে অকারনে গালিগালাজ ও মারধর করতে থাকেন। এ বিষয়ে বার বার পারিবারিক ভাবে সমাযোঝাতার চেষ্টা করেও কোন ফলাফল না হওয়ায়, গত ৮ইং তারিখে অভিযুক্ত রানা হামিদের নামে আশুলিয়া থানায় একটি থানায় সাধারন ডায়েরী করেন স্ত্রী তানিয়া। এ কারনে রানা হামিদ স্ত্রীর উপর ক্ষিপ্ত হয়ে নির্যাতনের পরিমান বাড়িয়ে দেন। স্বামীর নির্যাতন সহ্য করতে না পেরে শুক্রবার স্বামী রানা হামিদের নামে অভিযোগ দায়ের করেন তিনি। তানিয়ার অভিযোগের ভিত্তিতে আশুলিয়া থানা ইনচার্জ মামলা রুজু করেন এবং এসআই একরামুল হক নের্তৃত্বে বাইপাইল এলাকা থেকে মামলার আসামি রানা হামিদকে গ্রেফতার করেন।