খালেদা জিয়াকে চিকিৎসার জন্য বিদেশ পাঠাতে চায় পরিবার

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে দেখা করতে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে গেছেন তার বোন সেলিমা ইসলামসহ পরিবারের ছয় সদস্য। শুক্রবার বিকাল ৪টার দিকে তারা বিএসএমএমইউর ৬২২ নম্বর কেবিনে চিকিৎসাধীন খালেদা জিয়াকে দেখতে যান বলে জানিয়েছে বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইং।
খালেদা জিয়াকে বিদেশে নিয়ে চিকিৎসা করাতে চায় তার পরিবারের সদস্যরা। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে তার সঠিক চিকিৎসা হচ্ছে না বরং দিনে দিনে তার স্বাস্থ্যের অবনতি হচ্ছে বলে মনে করেন তার মেঝ বোন সেলিমা ইসালাম। তিনি বলেন, তাকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠাতে হবে। তিনি খেতে, বসতে ও চলাফেরা করতে পারছেন না। শুয়ে থাকতেও তার কষ্ট হচ্ছে। তার শরীর খুব খারাপ।
তিনি অভিযোগ করেন, গত দুই সপ্তাহ ধরে চিকিৎসকরা উনাকে দেখতে আসেননি। বিদেশে যাওয়ার বিষয়ে খালেদা জিয়া কিছু বলেছেন কিনা জানতে চাইলে তিনি বলেন, উনি বিদেশে যাওয়ার বিষয়ে আমাদের কিছু বলেননি। আমরাই উনাকে বিদেশে পাঠাতে চাই। কারণ এখানেতো চিকিৎসা হচ্ছে না। বরং দিনে দিনে উনার স্বাস্থ্যের অবস্থা আরও খারাপ হচ্ছে। খালেদা জিয়া জামিন পেলেই উন্নত চিকিৎসার জন্য আমরা তাকে বিদেশ পাঠাবো।
এর আগে দুপুর সাড়ে ৩টার দিকে বিএসএমএমইউ হাসপাতালে খালেদা জিয়ার সঙ্গে দেখা করতে যায় তার বোন সেলিনা ইসলাম, ভাই শামীম এস্কান্দারনের স্ত্রী কানিজ ফাতিমা, বড় ভাই প্রয়াত সাঈদ এস্কান্দারের ছেলে অভীক এস্কান্দার ও নাতি অন্তু এস্কান্দার তারেক রহমানের স্ত্রীর বড় বোন শামীম আরা বিন্দু।
প্রসঙ্গত, জিয়া অরফানেজ ট্রাস্ট ও চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় যথাক্রমে ১০ ও সাত বছরের কারাদণ্ডে দণ্ডিত হয়েছেন খালেদা জিয়া। গত বছরের ৮ ফেব্রুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলার রায় ঘোষণার পর পুরান ঢাকার নাজিমউদ্দিন রোডে অবস্থিত পুরনো কেন্দ্রীয় কারাগারে খালেদা জিয়াকে বন্দি রাখা হয়। গত ১ এপ্রিল চিকিৎসার জন্য তাকে বিএসএমএমইউতে ভর্তি করা হয়।
নতুনসময়/এসএম