স্বেচ্ছাসেবক লীগের সম্মেলন কমিটির আহ্বায়ক নির্মল, সচিব সাচ্চু

স্বেচ্ছাসেবক লীগের শীর্ষ দুই নেতাকে দায়িত্ব থেকে সরিয়ে দেয়ার পর এবার সংগঠনটির সম্মেলন প্রস্তুতি কমিটির দায়িত্ব দেয়া হয়েছে নতুন দুজনকে। সংগঠনটির প্রস্তুতি কমিটির আহ্বায়ক হিসেবে নির্মল গুহ এবং সদস্য সচিব হিসেবে গাজী মেসবাউল হক সাচ্চুকে দায়িত্ব দেয়া হয়েছে।
শুক্রবার রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে দলের কেন্দ্রীয় কার্যালয়ে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের বর্ধিত সভায় এ কথা জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
নির্মল গুহ স্বেচ্ছাসেবক লীগের বর্তমান কমিটির সহ-সভাপতি এবং গাজী মেসবাউল হক সাচ্চু যুগ্ম সাধারণ সম্পাদক।
আওয়ামী লীগ সভাপতির নির্দেশে স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদককে অপসারণ করা হয়েছে, জানিয়ে ওবায়দুল কাদের বলেন, ‘সম্মেলন না হওয়া পর্যন্ত স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক হিসেবে নির্মল গুহ ও সদস্য সচিব হিসেবে গাজী মেসবাউল হক সাচ্চু দায়িত্ব পালন করবেন। ’
এর আগে বুধবার স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোল্লা মো. আবু কাওসারকে অব্যাহতি দেয়ার পর বৃহস্পতিবার সংগঠনটির সাধারণ সম্পাদককেও সংগঠন ও সম্মেলন আয়োজনের সার্বিক কর্মকাণ্ড থেকে বিরত থাকার নির্দেশ দেয়া হয়।
ওবায়দুল কাদের বলেন, ‘সম্মেলনের যে কমিটি করে দেয়া হয়েছে, সেই কমিটি সম্মেলনের কাজ সমাপ্ত করবে। সেখানে যিনি আহ্বায়ক ও যিনি সদস্য সচিব তাদের নেতৃত্বেই এ সম্মেলন হবে।’
স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক পঙ্কজ দেবনাথের বিরুদ্ধে কোন অভিযোগে সাংগঠনিক ব্যবস্থা নেয়া হয়েছে, তা জানতে চাইলে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘জেনারেল সেক্রেটারির ব্যাপারে কোনো অভিযোগের বিষয়ে আমি এই মুহূর্তে বলতে পারছি না। এটা আমাদের সভাপতির নির্দেশ। সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য সচিব যিনি হয়েছেন, তিনিই সম্মেলনের দায়িত্ব পালন করবেন। সেটা স্বেচ্ছাসেবক লীগের জেনারেল সেক্রেটারিকে জানিয়ে দেয়া হয়েছে।’
আওয়ামী লীগের ভেতরে শুদ্ধি অভিযান দেশের পাশাপাশি আন্তর্জাতিকভাবে প্রশংসিত হচ্ছে বলেও দাবি করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।
নতুনসময়/আইকে