পুলিশের ৮ কর্মকর্তাকে ডিআইজি হিসেবে পদোন্নতি

বাংলাদেশ পুলিশের অতিরিক্ত উপ-মহাপরিদর্শক (অতিরিক্ত ডিআইজি) পদমর্যাদার আট কর্মকর্তাকে পদোন্নতি দিয়ে উপ-মহাপরিদর্শক (ডিআইজি) পদমর্যাদায় উন্নীত করা হয়েছে। বৃহস্পতিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ অধিশাখা-১ এর উপ-সচিব ধনঞ্জয় কুমার দাস স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ পদোন্নতি দেওয়া হয়।
স্বাক্ষরিত প্রজ্ঞাপনে ডিআইজি পদে পদোন্নতি পাওয়া কর্মকর্তারা হলেন- রাজশাহী রেঞ্জ ডিআইজি কার্যালয়ের অতিরিক্ত উপ-পুলিশ মহাপরিদর্শক মো. নিশারুল আরিফ, পুলিশ অধিদপ্তরের অতিরিক্ত উপ-পুলিশ মহাপরিদর্শক মো. আমিনুল ইসলাম, ঢাকা রেঞ্জ ডিআইজি কার্যালয়ের অতিরিক্ত উপ-পুলিশ মহাপরিদর্শক সালেহ্ মোহাম্মদ তানভীর, ঢাকা মেট্রোপলিটন পুলিশের যুগ্ম পুলিশ কমিশনার মো. আব্দুল কুদ্দুছ আমিন, এন্টি টেররিজম ইউনিটের অতিরিক্ত উপ-পুলিশ মহাপরিদর্শক মো. হারুন-অর-রশীদ, ঢাকা মেট্রোপলিটন পুলিশের যুগ্ম পুলিশ কমিশনার শেখ নাজমুল আলম, বাংলাদেশ পুলিশের বিশেষ শাখার (এসবি) অতিরিক্ত উপ-পুলিশ মহাপরিদর্শক এ জেড এম নাফিউল ইসলাম, চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি কার্যালয়ের অতিরিক্ত উপ-পুলিশ মহাপরিদর্শক মোহাম্মদ আবুল ফয়েজ।
নতুনসময়/এসএম