সমালোচিতরা থাকছেন না যুবলীগের সম্মেলনে

যুবলীগের জাতীয় সম্মেলনে সাম্প্রতিক সময়ে সমালোচিত নেতাদের কেউই থাকছেনা বলে জানিয়েছেন সংগঠনের সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক চয়ন ইসলাম।
তিনি বলেন, ‘যুবলীগে অপকর্মকারীদের আগামী জাতীয় কংগ্রেসে থাকতে দেওয়া হবে না।’ মঙ্গলবার সন্ধায় বঙ্গবন্ধু এভিনিউয়ে যুবলীগ কাযালয়ে সম্মেলন প্রস্ততি কমিটির সভার আগে সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।
চয়ন ইসলাম বলেন, ‘মাদক, দুর্নীতি, চাঁদাবাজী ও অন্যান্য যত অপকর্ম আছে সব ব্যাপারে জিরো টলারেন্সসহ অনুপ্রবেশকারীর ক্ষেত্রেও জিরো টলারেন্স নীতি অনুসরণ করবো।’
‘আগামী কংগেসে তাদের সাথে আমরা নাই। তারা আমাদের সঙ্গে থাকতে পারবে না। আমরা ইতোমধ্যে প্রস্তুতি নিচ্ছি। অনেকগুলো উপ-কমিটি করছি। এত বড় সম্মেলন আমাদের সময় খুব কম, এত কম সময়ের মধ্যে দু:স্বাধ্য ব্যপার।’
যুবলীগের নেতাকর্মীরা অপকর্মে জড়ালো দায়ভার নেবেন কি না জানতে চাইলে চয়ন ইসলাম বলেন, ‘যুবলীগের প্রতিটি নেতাকির্মী সম্মেলনকে বাস্তবায়ন করতে দৃড় চেতা মনোভাব নিয়ে কাজ করতে হবে। আমাদের একটাই চেলেঞ্চ সম্মেলনকে সফল করা।’
দায়ভার নিবেন কি না জানতে চাইলে চয়ন ইসলাম বলেন, ‘যেখানেই অন্যায় দেখেছেন সেখানেই প্রতিহত করেছেন আমাদের নেত্রী শেখ হাসিনা। এর বাইরে আপনারা কি চান? প্রতিরোধ করেছেন, এখানে আর কোন কথা থাকতে পারে না। এই কংগ্রেস সফল করাই আমাদের একমাত্র লক্ষ।’
যুবলীগের বিরোদ্ধে নানা অপকর্মে জড়ানোর পিছনে আওয়ামী লীগের শীর্ষ নেতাদের নিয়ন্ত্রন ছিল, এবারের সম্মেলনে নেতৃত্ব কি নিয়ন্ত্রকদের হাত দিয়েই আসবে কি না জানতে চাইলে চয়ন ইসলাম বলেন, ‘আমরা এটা ব্শ্বিাস করি না। যুবলীগ নিয়ন্ত্রন করে একমাত্র আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর বাইরে কোন নিয়ন্ত্রক নেই। সুতরাং উনিই সিদ্ধান্ত নিবেন নেতৃত্ব কেমন হবে।’
জাতীয় সম্মেলনের আগে ঢাকা মহানগর উত্তর দক্ষিনসহ মেয়াদ উত্তীর্ণ শাখা গুলোর কমিটি দেওয়া হবে কি না জানতে চাইলে চয়ন বলেন, ‘জতীয় সম্মেলনের নতুন নেতৃত্ব আসবে, সেই নতুন কমিটি অন্য শাখা কমিটি দেবে।’
সংবাদ সম্মেলনে প্রস্তুতি পরিষদের সদস্য সচিব হারুনুর রশীদ বলেন, ‘ঐক্যবদ্ধভাবে নতুন দিনের জন্য একটি সুন্দর সম্মেলন করে কমিটি দেয়াই আমাদের প্রধান কাজ। আমরা নেত্রীর সঙ্গে পরামর্শ করে আপনাদের নিয়ে এটি করবো।’
এসময় প্রেসিডিয়াম সদস্য আতাউর রহমান, সাঈদুর রহমান সাঈদ, ফারুক হোসেন, মজিবুর রহমান চৌধুরী, আনেয়ারুল ইসলাম, বেলাল হোসেন, যুগ্ম সম্পাদক মহিউদ্দীন মহি, সুব্রত পাল, সাংগঠনিক সম্পাদক ফজলুল হক আতিক, এসএম জাহিদ, প্রচার সম্পাদক ইকবাল মাহমুদ বাবলু, উপ স্বাস্থ্য সম্পাদক হেলালুদ্দিন, ঢাকা মহানগর উত্তরের সভাপতি মাইনুল হাসান নিখিল, সাধারণ সাধারণ ইসমাইল হোসেন, দক্ষিণের ভারপ্রাপ্ত সাধারণ রেজাউল করিম রেজাসহ সংগঠনের কেন্দ্রীয় কমিটির নেতারা উপস্থিত ছিলেন।
নতুনসময়/আইকে