ঢাকা মঙ্গলবার, ১লা জুলাই ২০২৫, ১৮ই আষাঢ় ১৪৩২


ফিফা প্রেসিডেন্টকে বাংলাদেশের জার্সি উপহার দিলেন প্রধানমন্ত্রী


১৮ অক্টোবর ২০১৯ ০০:৫০

নতুন সময়

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বিশ্ব ফুটবল নিয়ন্ত্রক সংস্থার (ফিফা) প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনো। বাংলাদেশে ফুটবলের প্রসার ঘটাতে বর্তমান সরকারের বিভিন্ন পদক্ষেপের কথা তুলে ধরেন প্রধানমন্ত্রী।

আর এদেশে ফুটবলের অগ্রগতির ভূয়সী প্রশংসা করেন ফিফা প্রেসিডেন্ট।বৃহস্পতিবার সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ সাক্ষাৎ করেন তিনি।

এছাড়া ফিফার তরফে প্রধানমন্ত্রীর হাতে শেখ হাসিনা নামাঙ্কিত নীল রংয়ের একটি ১০ নাম্বার জার্সি তুলে দেন ইনফান্তিনো।একই সঙ্গে বাংলাদেশের পক্ষে ফিফা প্রেসিডেন্টকে ইনফান্তিনো নামাঙ্কিত লাল-সবুজের জার্সি উপহার দেন শেখ হাসিনা।

অল্পক্ষণের সাক্ষাৎকালে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ ফুটবল ফেডারেশের (বাফুফে) সভাপতি কাজী সালাউদ্দিন।
ইনফান্তিনো চলতি মাসে এশিয়ায় শুভেচ্ছা সফর শুরু করেছেন। সফরের শুরুটা হয় লেবানন থেকে। এরপর উত্তর কোরিয়ায় যান তিনি। সেখানে বিবাদমান দুই কোরিয়ার প্রীতি ম্যাচ উপভোগ করেন। পিয়ংইয়ং সফর শেষে মঙ্গোলিয়ায় যান ফিফা বস। সেখান থেকে বৃহস্পতিবার প্রথম প্রহরে ঢাকায় পা রাখেন তিনি।

ফিফা সভাপতি সোনারগাঁও হোটেলে দুপুর ২টা ২০ মিনিটে সংবাদ সম্মেলনে অংশ নেবেন। ৩টায় হোটেল ত্যাগ করে বিমানবন্দরের উদ্দেশে রওনা দেবেন। বিকেল ৫টায় লাওসের উদ্দেশে যাত্রা করবেন তিনি।

নতুনসময়/এসএম