নতুন আইন সচিব গোলাম সরওয়ার

আইন মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের সচিব (দায়িত্বপ্রাপ্ত) হলেন মো. গোলাম সরওয়ার। বৃহস্পতিবার সকালে রাষ্ট্রপতির অনুমদোনক্রমে মন্ত্রণালয় এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে। মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা ড. রেজাউল করিম বিষয়টি নিশ্চিত করেছেন।
নতুন নিয়োগ পাওয়া মো. গোলাম সরওয়ার একই মন্ত্রণালয়ের যুগ্ম সচিব (বাজেট ও উন্নয়ন) হিসেবে সর্বশেষ দায়িত্ব পালন করেন। এর আগে বুধবার অবসরে যান আইন মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের সচিব আবু সালেহ শেখ মো. জহিরুল হক।
আইন মন্ত্রণালয়ে দীর্ঘতম সময়ে সচিবের দায়িত্ব পালনের পর আবু সালেহ শেখ মো. জহিরুল হকের চাকরির মেয়াদ বুধবার শেষ হয়। তিনি আনুষ্ঠানিক বিদায় নিয়ে অবসরোত্তর ছুটিতে যান। এদিনই তাকে বিদায় সংবর্ধনা দেওয়া হয়।
রাজধানীর বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটে আবু সালেহ শেখ মো. জহিরুল হকের বিদায় সম্মাননা অনুষ্ঠান অনুষ্টিত হয়।