ঢাকা রবিবার, ২৯শে জুন ২০২৫, ১৬ই আষাঢ় ১৪৩২


পশুর হাট বাড়লেও বেচাকেনা কম


৮ আগস্ট ২০১৯ ২০:০৮

ছবি সংগৃহিত

ঈদের সময় যত ঘনিয়ে আসছে হাটগুলোতে ততই বাড়ছে পশু ও ক্রেতার সংখ্যা। তবে দাম একটু বেশি হওয়ায় বেচাকেনা হচ্ছে কিছুটা ধীরগতিতে।

প্রতিটি হাটেই ঢুকছে পশুবাহী ট্রাক। জায়গা সংকুলান না হওয়ায় নিষেধাজ্ঞা সত্ত্বেও রাজধানীর পলিটেকনিক হাট মাঠ ছাড়িয়ে এখন সড়কে। দূরদূরান্ত থেকে ভালো দামের আশায় আসা ব্যাপারীদের দুশ্চিন্তা বৃষ্টি নিয়ে।

দাম একটু বেশি হওয়ায় সন্তুষ্ট হতে পারছেন না ক্রেতারা। অনেকেই এখন পশু না কিনে যাচাই-বাছাই করছেন।
এছাড়া হাটগুলোতে বাড়ানো হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। শান্তিশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা নিয়োজিত আছেন সবখানে।
আগামী শুক্রবার পুরো দমে বেচাকেনা শুরু হবে এমনটা প্রত্যাশা করছেন হাট সংশ্লিষ্টরা।