রাজধানীতে ছুরিকাঘাতে যুবক খুন

রাজধানীর মেরুল বাড্ডার ঝিলপাড় এলাকায় ছুরিকাঘাতে নাসির (৩৫) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আরিফ (৩০) নামে এক যুবককে মাদকাসক্ত আটক করা হয়েছে।
শনিবার রাত সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক রাত সাড়ে ১০টার দিকে মৃত ঘোষণা করেন। নাসির মাদকাসক্ত ছিলেন বলে জানা গেছে।
বাড্ডা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম ঝিলপাড় এলাকায় থাকতেন নাসির। রাতে ঝিলপাড়ের আরেক মাদকাসক্ত যুবক আরিফ তার বুকে ছুরিকাঘাত করেন। পরে খবর পেয়ে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। নাসিরের মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এছাড়া আরিফকে আটক করা হয়েছে।